Advertisment

Tamali Saha Success Story: মাত্র ২৩-এই বঙ্গতনয়ার গগনচুম্বী সাফল্য, UPSC-তে বজ্রকঠিন লড়াইয়ে লক্ষ্যভেদ, সাফল্যে গর্ব হবে

প্রথম চেষ্টাতেই ৯৪ তম স্থান অর্জন করা এই বঙ্গতনয়াকে দেখলে গর্ব হওয়াটা খুবই স্বাভাবিক।

author-image
IE Bangla Web Desk
New Update
UPSC Success Story tamali saha

তমালী সাহা

ছোট থেকেই দক্ষ প্রশাসক হওয়ার স্বপ্ন ছিল এই বাঙালি মেয়েটার। আর অদম্য জেদ আর মেধাকে সম্বল করেই মাত্র ২৩ বছর বয়সেই আসে পাহাড় প্রমাণ সাফল্য। প্রথম চেষ্টাতেই UPSC-এর মত কঠিন পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করাটা নেহাত মুখের কথা নয়। আর তা করেই সকলের মন জয় করে নিয়েছেন এই বঙ্গতনয়া।

Advertisment

UPSC পরীক্ষায় পাশ করাটা অনেকের কাছেই স্বপ্নের। সেই সঙ্গে চ্যালাঞ্জিংও বটে। মাত্র ২৩ বছর বয়সে সেই অসাধ্য সাধন করলেন এক বঙ্গতনয়া। তমালি সাহা মাত্র ২৩ বছরেই UPSC ক্র্যাক করে IFS অফিসার হয়ে পরিবার ও আত্মীয় স্বজনদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রথম চেষ্টাতেই ৯৪ তম স্থান অর্জন করা এই বঙ্গতনয়াকে দেখলে গর্ব হওয়াটা খুবই স্বাভাবিক। বর্তমানে তমালী বাংলা ক্যাডারে IFS হিসেবে কর্মরত।

UPSC পরীক্ষা আমাদের দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। এই পরীক্ষায় সাফল্য পেতে মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করে। হাতে গোনা অল্প কিছু মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জোরে প্রথম চেষ্টাতেই দেশের মধ্যে অন্যতম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাখো মানুষের নয়নের মধ্যমণি হয়ে থাকেন। তাঁদের মধ্যেই একজন পানিহাটির তমালি সাহা।

রহড়া ভবনাথ অফ ইনস্টিটিউট অফ গার্লসের ছাত্রী তমালী। স্কুল শেষে জুলজি অনার্স নিয়ে বিদ্যাসাগর ডে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে বালিগঞ্জ সায়েন্স কলেজে ভর্তিও হন স্নাতকোত্তরের পড়াশোনার জন্য। কিন্তু লক্ষ্য ছিল UPSC তাই কিছুদিন মাস্টার্স করার পর ছেড়ে দেন স্নাতকোত্তরের পাঠ। সামনে ছিল একটাই টার্গেট। আর সেই লক্ষ্যে পড়াশুনা করেই বাজিমাত করেন তিনি। প্রথমবার UPSC পরীক্ষায় অংশ নিয়েই ৯৪ তম স্থান অর্জন করেন তমালী। মাত্র ২৩ বছর বয়সে এই সাফল্যে গর্বিত তার পরিবার।

IAS viral
Advertisment