Advertisment

IITian Baba at Mahakumbh: আইআইটি মুম্বই ইঞ্জিনিয়ারিং, সবছেড়ে সন্ন্যাস গ্রহণ! মহাকুম্ভে দেখা মিলল IITian বাবার, গল্প চমকে দেবে!

IITian Baba at Mahakumbh: গতকাল থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আজ মকর সংক্রান্তির পবিত্র দিনে পূন্য স্নানে কোটি কোটি পূনার্থী ত্রিবেণী সঙ্গমে বিশ্বাসের ডুব দিয়েছেন। দেশ-বিদেশের বিপুল সংখ্যক ঋষি-সাধুরা সঙ্গম নগরীতে এসে হাজির হয়েছেন। তাদের মধ্যে একজন সাধুর গল্প সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
IITian Baba

আইআইটি মুম্বই ইঞ্জিনিয়ারিং, সবছেড়ে সন্ন্যাস গ্রহণ! মহাকুম্ভে দেখা মিলল IITian বাবার, গল্প চমকে দেবে! Photograph: (ফাইল ছবি)

IITian Baba at Mahakumbh: আইআইটি মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং, ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়েও অনায়াসেও ছেড়ে দেন সবকিছুই! শেষে  সন্ন্যাসী হয়ে মহাকুম্ভে, IITian বাবার গল্প অবাক করতে বাধ্য। 

Advertisment

গতকাল থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা।  আজ মকর সংক্রান্তির পবিত্র দিনে পূন্য স্নানে কোটি কোটি পূনার্থী ত্রিবেণী সঙ্গমে বিশ্বাসের ডুব দিয়েছেন। দেশ-বিদেশের বিপুল সংখ্যক ঋষি-সাধুরা সঙ্গম নগরীতে এসে হাজির হয়েছেন। তাদের মধ্যে একজন সাধুর গল্প সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল। যিনি এখন মানুষের কাছে আইআইটি বাবা বলেই পরিচিত। জেনে অবাক হবেন যে তিনি মুম্বই আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন। 

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চার বছর আইআইটি মুম্বইতে পড়াশোনা করেছেন তিনি। কিন্তু তারপর ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফটোগ্রাফি শুরু করেন। এর আগে তিনি একটি কোচিং ক্লাসে পদার্থবিদ্যা্র শিক্ষক হিসাবেও বেস কিছুদিন শিক্ষকতা করেন।   

IITian বাবা ওরফে অভয় সিংয়ের সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সিএনএন নিউজ 18-কে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি অনেক অজানা তথ্য জানিয়েছেন। তিনি ক্যামেরার সামনে বলেছিলেন যে তিনি  আইআইটি মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন। এ কথা শুনে সকলেই বেশ অবাক। সবার মনে একটাই প্রশ্ন যে সাফল্যের শিখর ছুঁয়েও কেন সব কিছু ছেড়ে তিনি সন্ন্যাসকে বেছে নিলেন?  

Advertisment

IITian বাবার আসল নাম অভয় সিং। সন্ন্যাস গ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাবা বললেন, এটাই শ্রেষ্ঠ পথ। জ্ঞানের পিছনে ছুটতে ছুটতে অবশেষে সন্ন্যাসেই লুকিয়ে রয়েছে মুক্তির পথ। 

IITian বাবা আরও বলেছেন যে তিনি মূলত হরিয়ানার বাসিন্দা। তবে তিনি অনেক শহরে ঘুরে বেড়িয়েছেন। IIT মুম্বইতে চার বছর পড়াশোনা করার পর,  ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। এই সময় তিনি এক বছর পদার্থবিদ্যার কোচিং সেন্টারে শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন। শেষমেষ তিনি সবকিছু ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। 

Mahakumbh 2025
Advertisment