Advertisment

'করোনাসুর' পুড়িয়ে মারণ ভাইরাস তাড়াচ্ছেন ভারতীয়রা!

নীল রঙের কুশপুতুলকে অসুর রুপী করোনাভাইরাস বানানো হয়েছে। আর তাতে একটি ইঞ্জেকশনের ‌আকারে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

‘‌আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল.‌.‌.‌.‌’ দেশের পশ্চিম প্রান্তেও এই রিওয়াজ আছে। যেখানে বলা হয় ‘‌হোলিকা দহন’‌। ন্যাড়াপোড়া হোক বা হোলিকা দহন-‌ কাঠপাতা জড়ো করে আগুন জ্বালানো হয়। মনে করা হয় যা কিছু খারাপ, অশুভ তা সব মুছে যাবে।

Advertisment

এখন গোটা বিশ্বজুড়ে একটাই আতঙ্ক করোনাভাইরাস। আর তা দূর করতে হোলিকা দহন পালন করা হল অন্যরকমভাবে। ‘‌করোনাসুর’ বধ করলেন মুম্বইয়ের ওরলির মানুষজন। সেই ছবি, ভিডিও সামনে নেটিজেনদের হাতে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি নীল রঙের কুশপুতুলকে অসুর রুপী করোনাভাইরাস বানানো হয়েছে। আর তাতে একটি ইঞ্জেকশনের ‌আকারে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। এমনভাবেই, করোনার মতো অশুভ শক্তিকে মুছে ফেলতে পারবে।

Read the full story in English 

viral viral news
Advertisment