scorecardresearch

কোটি টাকার জরিমানা আদায়, মহিলা টিকিট চেকারকে কুর্নিশ জানাল ভারতীয় রেল

এই পোস্টটি মাত্র একদিন আগে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এটি ৭০০ লাইকের পাশাপাশি অজস্র মন্তব্যও সামনে এসেছে।

indian railways,southern railways,Rosaline Arokia Mary,fine
'রোজালিন অরোকিয়া মেরি' সম্প্রতি হয়ে উঠেছেন রেলের প্রথম মহিলা টিকিট চেকার। যিনি যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ১ কোটির বেশি জরিমানা আদায় করার পরে রেল মন্ত্রকের কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন৷

জরিমানা বাবদ আদায় করেছেন ১কোটি তিন লক্ষের বেশি। মহিলা টিকিট পরীক্ষকের নজিরবিহীন সাফল্য। রেলের তরফে মহিলা টিকিট পরীক্ষকের বিরাট এই কীর্তির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

‘রোজালিন অরোকিয়া মেরি’ সম্প্রতি হয়ে উঠেছেন রেলের প্রথম মহিলা টিকিট চেকার, যিনি যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ১ কোটির বেশি জরিমানা আদায় করার পরে রেল মন্ত্রকের কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন৷ তিনি দক্ষিণ রেলওয়ের প্রধান টিকিট চেকার হিসাবে কর্মরত। রেল মন্ত্রক তার কৃতিত্ব সম্পর্কে একটি প্রশংসামূলক পোস্ট শেয়ার করে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে।

টুইটার পোস্ট করে রেলের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, “তার কর্তব্যের প্রতি অবিচল! প্রদর্শন শ্রীমতী রোজালিন অরোকিয়া মেরি, ভারতীয় রেলওয়ের টিকিট-চেকিং কর্মীদের মধ্যে প্রথম মহিলা যিনি জরিমানা বাবদ ১.০৩ কোটি টাকা জরিমানা আদায় করেন৷”

এই পোস্টটি মাত্র একদিন আগে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এটি ৭০০ লাইকের পাশাপাশি অজস্র মন্তব্যও করেছেন পোস্টটিতে নেটিজেনরা। বেশ কয়েকজন মহিলা এই টিকিট চেকারকে অভিনন্দন জানিয়েছেন এবং তার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

একজন কমেন্টে লিখেছেন, “আপনার কর্তব্যের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা দেখে আমরা সকলেই আপ্লূত। অন্য একজন কমেন্টে লিখেছেন, অভিনন্দন রোজালিন। আরেকজন লিখেছেন, অভিনন্দন, ম্যাম! তৃতীয় একজন যোগ করেছেন, “দারুণ। আপনাকে অভিনন্দন”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: In a first female ticket checker of indian railways collects over 1 crore in fines