দেশের মধ্যে প্রথম, এই স্টেশনে খুলল এমনই বিশেষ 'চায়ের স্টল'। ভারতীয় রেলের ভাবনাকে 'স্যালুট' করতে বাধ্য হবেন আপনি নিজেও! ভারতীয় রেলের অভিনব উদ্যোগ নজর কাড়বেই। অসমের গুয়াহাটি রেলস্টেশনে দেশের মধ্যে প্রথম স্থাপিত হল এক চায়ের স্টল যার পুরোটাই পরিচালনা করবেন রূপান্তরকামীরা।গোটা দেশের কাছেই রেলের এমন উদ্যোগ নজর কেড়েছে।
Advertisment
সমাজের নানান 'বাঁকা নজর'কে উপেক্ষা করে রোজকারের জীবনযুদ্ধে সামিল রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষজন। তাদের স্বনির্ভরতার লক্ষ্যে গুয়াহাটি রেলস্টেশনের ‘ট্রান্স টি স্টল’ এখন নজর কেড়েছে নেটদুনিয়ার। 'ট্রান্সডেন্ডার সম্প্রদায়ের' মানুষজনই এখন থেকে দোকান পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই স্টল তৈরি করেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে।
'ট্রান্সজেন্ডার সম্প্রদায়' যাতে নিজের মতো করে জীবনের পথে এগিয়ে যেতে পারেন, সেই উদ্যোগেই এমন পদক্ষেপ ভারতীয় রেলের। জানিয়েছেন মুখপাত্র সব্যসাচী দে। ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার ভারতীয় রেলওয়ের নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। এবার সেই প্রচেষ্টায় আরওএককদম এগোল ভারতীয় রেলওয়ে। শীর্ষ রেলের কর্মকর্তারা বলছেন, 'ট্রান্স টি স্টল', একটি অনন্য উদ্যোগ, দেশের মধ্যে এই প্রথম কোন রেলস্টেশনে প্রথমবারের মতো খোলা হয়েছে এই ধরণের চায়ের দোকান।
অল আসাম ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনের সক্রিয় সহযোগিতায় খোলা হয়েছে এই স্টলটি। গুয়াহাটির কামরুপ (এম) ডেপুটি কমিশনার অফিস চত্বরে খোলা হয়েছে এই চায়ের স্টলটি। সিপিআরও সব্যসাচী দে, বলেছেন, আরও একাধিক রেল স্টেশনে খোলা হবে এই চায়ের দোকান। যা এই সম্প্রদায়ের উন্নতিতে সাহায্য করবে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে "ট্রান্স টি স্টল" উদ্বোধন করেন, স্বাতী বিধান বড়ুয়া, সহযোগী ভাইস-চেয়ারম্যান, ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার অসম বোর্ড।