'করোনা যোদ্ধাদের রাজা' সোনু সুদ, চলছে তাঁর পুজো

একদল লোক ফুল ও রাঙ্গোলি দিয়ে সাজিয়ে তাঁর পুজো করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: ওবামার প্রশংসা করে ট্রাম্পের জন্মদিন পালন

অভিনেতা সোনু সুদ মুম্বই থেকে কর্ণাটকে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের। প্রথমে প্রায় দশটি বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা সোনু সুদ। এতেই থেমে ছিলেন না। সাধ্যমত বাকি পরিযায়ীদের বাড়ি ফেরার জন্য একের পর এক যানবাহনের ব্যবস্থা করেন তিনি।

Advertisment

বলিউড অভিনেতা সোনু সুদ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। লকডাউনের মধ্যে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিককে স্বদেশে ফিরে যেতে সাহায্য করেছেন তিনি। তাদের আর্থিক ভাবেও সাহায্য করেছেন। এরপরই ওড়িশার একদল মানুষ তাঁকে ভগবান রুপে পুজো করা শুরু করে। সুদকে ‘করোনার ফাইটার কিং’ অর্থাত্্ করোনা যোদ্ধাদের রাজা বলে সম্বোধন করে।

সোশ্যাল মিডিয়ায় অজস্র নেট নাগরিকদের হাতে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক ফুল ও রাঙ্গোলি দিয়ে সাজিয়ে তাঁর পুজো করছে। তাঁরা ওডিয়া অভিনেতা সব্যসাচী মিশ্র এবং অভিনেতা রানী পান্ডার পোস্টারও সুদের পাশে রেখেছেন।

Advertisment

সোশাল মিডিয়ায় এই পোস্ট দেখে সোনু সুদ জানিয়েছেন, খুব ভালো লাগল। কিন্তু আমি এর যোগ্য কি? আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের বাঁচিয়ে রাখে।

Read the full story in English

viral viral news