যুদ্ধ বিধস্ত ইউক্রেনে একের পর মিসাইল আছড়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। কালো ধোঁয়া আর একের পর এক বোমার আঘাতে ক্ষত বিক্ষত ইউক্রেন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভয়ঙ্কর ভিডিও। এক অস্ট্রেলিয়ান চিত্রসাংবাদিকের মাথার ওপর দিয়ে মিসাইল উড়ে গিয়ে পড়ল খানিক দুরেই। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ইউক্রেনের বিভিন্ন শহরে বৃহস্পতিবার রুশ বাহিনীর হামলায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেন সেনা সংখ্যাটা কম করে দেখাচ্ছে বলে অভিযোগ। শুক্রবারও ভোররাত থেকেই ইউক্রেনের একের পর শহরে শোনা গিয়েছে গোলার শব্দ। আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। কিয়েভ-সহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে খারকিভের মতো ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকেও। ইউক্রেনের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস বলে দাবি রুশ সেনার। ৪০ মিনিটে ৩৭টি বিস্ফোরণ ঘটেছে। কিয়েভকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি রাশিয়ার। কিয়েভের মূল সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছে রুশ সেনার বিরুদ্ধে। কিয়েভে প্রবেশ করতে শুরু করেছে রুশ সেনা
ভিডিওতে দেখা যাচ্ছে একজন সহকর্মীর সঙ্গে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন ওই অস্ট্রেলিয়ান সাংবাদিক। চারিদিকে বোমার আওয়াজ কালো ধোঁয়া আর কিছুক্ষণের মধ্যেই তার মাথার ঠিক ওপর দিয়েই উড়ে গেল 'আস্ত একটি মিসাইল'।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গেছে বেশ কয়েকবছর ধরে তিনি ইউক্রেনে রয়েছেন কাজের সুবাদে। এমন ঘটনা যে ঘটতে পারে তা তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। তিনি লিখেছেন ক্রামতোর্স্কে হামলা করা হচ্ছে।"
এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তা দেখে শিউরে উঠেছেন কোটি কোটি মানুষ। শহরের উপরে ক্ষেপণাস্ত্র উড়ছে, রাশিয়ান সামরিক বাহিনী ক্রামতোর্স্কে বোমা বর্ষণ করছে।" এমন দৃশ্য দেখে যুদ্ধের বিভৎসতাকে ঘরে বসে উপলদ্ধি করে সাংবাদিকের প্রাণে বেঁচে যাওয়ার জন্য সকলেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন।