দড়ির মতো পেঁচিয়ে গাছে উঠতে শুরু করল দৈত্যাকার সাপ, ক্যামেরায় ধরা পড়ল অজগরের বিস্ময়কর কীর্তি
দড়ির মত নিজেকে জড়িয়ে গাছে উঠতে শুরু করল দৈত্যাকার সাপ, ক্যামেরায় ধরা পড়ল বিস্ময়কর কীর্তি। আর মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অনেকেই নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না।
Advertisment
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে একটি ডোরাকাটা অজগরকে তার পুরো শরীরকে দড়ির মতো পাকিয়ে গাছের কাণ্ড ধরে জড়িয়ে খুব অদ্ভুত উপায়ে একটি গাছের ওপরে উঠছে। ভিডিও দেখে রীতিমত অবাক মানুষজন।
এই ভিডিওটি @Rainmaker1973 অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওতে সাপের চিতাবাঘের মতো চঞ্চলতা মানুষের হুঁশ উড়িয়ে দিচ্ছে। ক্লিপটিতে, দেখা যাচ্ছে কীভাবে দৈত্যাকার সাপ একটি বিশাল উচ্চতার গাছে খুব দ্রুত আরোহণ করছে। প্রথমে সে শরীরের সামনের অংশ তুলে কিছুটা ওপরে উঠে গিয়ে দড়ির মতো নিজেকে পেঁচিয়ে রেখে দেহের বাকী অংশ ঠেলে ওপরে তোলে। পুরো শরীরকে দড়ির মতো জড়িয়ে খুব আশ্চর্যজনকভাবে সাপকে গাছে উঠতে দেখে একেবারে তাজ্জব সকলে।
Advertisment
ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ডোরাকাটা অজগর তিনটি ভারী সাপের মধ্যে একটি। কিন্তু এত সহজে এভাবে গাছে উঠতে দেখে নেটিজেনরা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। কিছুদিন আগে মালয়েশিয়ায় একটি ডোরাকাটা অজগর পাওয়া গিয়েছিল, যার ওজন ছিল ২৫০ কেজি ছিল এবং এটিকে ধরতে প্রশিক্ষিত কর্মীদের ৪৫ মিনিট লেগেছিল। তারা এতটাই শক্তিশালী এরা মানুষের হাড়ও ভেঙে দিতে পারে।
এই ভিডিওটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছিল, যা এখন পর্যন্ত ৭১ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ৫০ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। চলতি বছরের ৬ জুন শেয়ার করা ভিডিওটি রিটুইট করেছেন ৯ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে হাজার হাজার মানুষ মন্তব্যও করেছেন।