Advertisment

জলের গভীরে তেরঙ্গা উত্তোলন, সেরা ভিডিও’তে গর্ব হবে

ভারতীয় কোস্টগার্ড তামিলনাড়ুর রামেশ্বরমে জলের নিচে জাতীয় পতাকা উত্তোলন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Independence day,independence day 2023,Indian Coast Guard

অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজে পতাকা উত্তোলন, রামেশ্বরমে গভীর জলেও উজ্জ্বল তেরঙ্গা…. দেখুন ভিডিও!  

Advertisment

স্বাধীনতার ৭৭তম বার্ষিকীতে তেরঙ্গা ঝলমল করছে গোটা ভারত। ঐতিহ্য অনুসরণ করে প্রতি বছরের মতো এবারও লাল কেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের সরকারি বাসভবনে এবং তাদের এলাকার স্থানীয় মানুষজনও পতাকা উত্তোলন করেন। বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে ভারতীয় নৌবাহিনীও যথাযথভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সহ্যাদ্রি এবং আইএনএস কলকাতা জাতীয় পতাকা উত্তোলন করেছে। এই দুটি জাহাজই অনুশীলন-মালাবার ২০২৩-এ অংশ নিতে অস্ট্রেলিয়ায় রয়েছে।

ভারতীয় কোস্টগার্ড তামিলনাড়ুর রামেশ্বরমে জলের নিচে জাতীয় পতাকা উত্তোলন করেছে। পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীতও পরিবেশন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে পাঞ্জাবের অমৃতসরের ওয়াঘা সীমান্তের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন।

Independence Day
Advertisment