New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_158e69.jpg)
লাক্ষাদ্বীপে সমুদ্রের গভীরে তিরঙ্গা উত্তোলন করে নজির গড়েছেন উপকূলরক্ষীবাহিনীর জওয়ানরা।
লাক্ষাদ্বীপে সমুদ্রের গভীরে তিরঙ্গা উত্তোলন করে নজির গড়েছেন উপকূলরক্ষীবাহিনীর জওয়ানরা।
লাক্ষাদ্বীপে সমুদ্রের গভীরে তিরঙ্গা উত্তোলন করে নজির গড়েছেন উপকূলরক্ষীবাহিনীর জওয়ানরা।
Viral Video: দেশপ্রেম ও ঐক্যের এক অনন্য প্রদর্শনী! ভিডিও দেখে গর্ব হবে। জলের গভীরে তেরঙ্গা উত্তোলন করে শক্তি প্রদর্শন উপকূলরক্ষী বাহিনীর। আর সেই ভিডিও ঝড়ের বেগে ড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছে এবং হর ঘর তিরঙ্গা অভিযানের জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। লাক্ষাদ্বীপে সমুদ্রের গভীরে তিরঙ্গা উত্তোলন করে নজির গড়েছেন উপকূলরক্ষীবাহিনীর জওয়ানরা। জলের গভীরে তিরঙ্গা উত্তোলনের মনোরম দৃশ্য দেখে আপনিও গর্বের সঙ্গে সেনাবাহিনীকে স্যালুট জানাতে বাধ্য হবেন।
On the eve of the 78th Independence Day and as part of the #HarGharTiranga campaign, @IndiaCoastGuard District HQs #Lakshadweep proudly hoisted the National Flag underwater in the pristine waters of #Lakshadweep. Displaying unique tribute to our nation's spirit and unity! 🇮🇳… pic.twitter.com/fh17BvdjuF
— Indian Coast Guard (@IndiaCoastGuard) August 13, 2024
১৩-সেকেন্ডের এই সংক্ষিপ্ত ক্লিপে, তিনজন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানকে গভীর সমুদ্রে তিরঙ্গা উত্তোলন করে স্যালুট জানাতে দেখা যায়। এভাবে সাগরের অতলে তিরঙ্গা উড়তে দেখলে গর্বে বুক ভরে উঠবে। ১৫ আগস্ট পালিত হচ্ছে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। যার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা প্রচারাভিযানের আওতায় প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা লাগানোর আবেদন করেছেন।
< Trending Video: স্বাধীনতা দিবসে সন্তান কোলে চোখ ধাঁধানো পারফরমেন্স, মহিলার প্রতিভাকে স্যালুট >