Advertisment

ফ্যানের হাতে হেনস্থা হয়ে ভারত-পাক ঐক্য গড়লেন পাক অধিনায়ক

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মলে নিজের ছেলেকে নিয়ে এসেছেন সরফরাজ। সম্ভবত ওই ফ্যান তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করলে দাঁড়িয়ে যান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan captain sarfaraz ahmed

চলতি আইসিসি বিশ্বকাপ ২০১৯ এ ভারতের কাছে পরাজয়ের পর থেকেই ফ্যানদের কোপের মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু এবার আর শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, একেবারে মুখোমুখি ক্ষোভ দেখালেন এক ফ্যান। ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ ব্রিটেনের একটি মলে হেনস্থা হচ্ছেন এক পাকিস্তানি সমর্থকের হাতে। কিন্তু যত ছড়িয়েছে এই ভিডিও, ততই সরফরাজের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় এবং পাকিস্তানি সমর্থকরা। খেলার বা যুদ্ধের ময়দানের শত্রুতা ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন দুই দেশের ক্রিকেট অনুরাগীরা।

Advertisment


ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মলে নিজের ছেলেকে নিয়ে এসেছেন সরফরাজ। সম্ভবত ওই ফ্যান তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করলে দাঁড়িয়ে যান তিনি। কিন্তু ছবি না তুলে ভিডিও তোলেন ওই ফ্যান, সরফরাজকে তীব্রভাবে ব্যঙ্গ করে। কিন্তু তা সত্ত্বেও সরফরাজকে দেখা যাচ্ছে, কোনোরকম প্রতিক্রিয়া না দিয়ে হেঁটে চলে যেতে।

"এরকম শুয়োরের মতন মোটা কেন আপনি? আপনি তো পাকিস্তানের গর্ব," বলতে শোনা যাচ্ছে ওই ফ্যানকে।


সীমার এপার-ওপার জুড়ে ফ্যানরা একজোট হয়েছেন সরফরাজের সমর্থনে। অনেকেই তাঁকে ওই ভাষা শুনেও মাথা ঠাণ্ডা রেখে সরে যাওয়ার জন্য প্রশংসা করেছেন। অনেকে আবার শিশুপুত্রের সামনে সরফরাজকে অপমান করার জন্য তীব্র সমালোচনা করেছেন ওই ফ্যানের।


এক টুইটার ইউজারের কথায়, "তাঁর খেলার জন্য তাঁর সমালোচনা করতেই পারেন, কিন্তু এভাবে ছেলের সামনে তাঁকে অপমান করা অত্যন্ত হৃদয়হীনতার পরিচয়। সরফরাজ ভদ্রলোক বলেই এত উস্কানি সত্ত্বেও চুপ করে ছিলেন।"

ভারতের কাছে ১৬ জুন বিশ্বকাপ ম্যাচ হেরে যায় পাকিস্তান। তার পর থেকেই ভার্চুয়াল দুনিয়ায় ক্রমাগত সমালোচনার মুখে পড়েছে পাক ক্রিকেট দল। সরফরাজের দেহের আয়তনকে ব্যঙ্গ করে ভিডিও এবং মিমে ছেয়ে গেছে নেটপাড়া।

cricket pakistan
Advertisment