Advertisment

প্রবল ঠাণ্ডার কামড়ে ভরসা শুকনো রুটি, হাসি মুখে দেশ রক্ষা,দেখুন ভারতীয় সেনার মন জয় করা ভিডিও

সীমান্তে বৃষ্টি হোক, তুষারপাত বা ধেয়ে আসা বুলেট, ভারতীয় সেনাবাহিনী কখনই তার দায়িত্ব পালনে পিছপা হয় না।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army, viral video, aaj ka viral video, latest viral video

সীমান্তে বৃষ্টি হোক, তুষারপাত বা ধেয়ে আসা বুলেট, ভারতীয় সেনাবাহিনী কখনই তার দায়িত্ব পালনে পিছপা হয় না।

প্রবল ঠাণ্ডার কামড়ে ভরসা শুধুই শুকনো রুটি খেতে, মুখে হাসি নিয়ে দেশ রক্ষা, ভারতীয় সেনার এই ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার লাখ লাখ ব্যবহারকারীর মন জিতে নিয়েছে।

Advertisment

দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের সৈন্যরা কতটা ত্যাগ স্বীকার করে তা বলার অপেক্ষা রাখে না। সীমান্তে বৃষ্টি হোক, তুষারপাত বা ধেয়ে আসা বুলেট, ভারতীয় সেনাবাহিনী কখনই তার দায়িত্ব পালনে পিছপা হয় না। ইন্টারনেটে এমন অনেক ভিডিও এবং ছবি এর আগে ভাইরাল হয়েছে যেখানে ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে। সীমান্তে আমাদের সেনারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বলেই শীতের রাতে আমাদের ঘরে শান্তিতে, নিরাপদে ঘুমাচ্ছি।

সম্প্রতি, এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে ভারতীয় সেনাবাহিনীকে প্রচণ্ড ঠান্ডায় সীমান্তে খিদের জ্বালায় ঠান্ডার কারণে শুকিয়ে যাওয়া শক্ত রুটি হাসি মুখে খেতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি @RVCJ_FB নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা- ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট।

ভিডিওটি খবর লেখার সময় পর্যন্ত, 1 মিলিয়ন মানুষ এটি দেখেছেন এবং 30 হাজার মানুষ এটি পছন্দ করেছেন। একই সঙ্গে হাজার হাজার মানুষ এই ভিডিওতে মন্তব্য করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছেন। অনেকেই লিখেছেন, এই ভিডিও দেখার পর তাদের চোখে জল এসেছে। কেউ কেউ মন্তব্য করে লিখেছেন যে আমাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দৃঢ়।

viral Indian army
Advertisment