দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন এক ভিডিও যা দেখে সকলেই ভারতীয়দের কারিগরি দক্ষতার প্রশংসায় রীতিমত পঞ্চমুখ, অটোকে বিলাবহুল গাড়িতে পরিণত করে সোশ্যাল মিডিয়া শিরোনামে আসেন এক ব্যক্তি। সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তাক লাগানো আবিষ্কারের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে তাক লাগতে বাধ্য। এমনই একটি ভিডিও ইন্সটাগ্রামে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তার বাইকের শখ এমনভাবে পূরণ করেছেন যে দেখে একেবারে তাজ্জব সকলেই।
Advertisment
ভিডিওটিতে দেখা যায়, একটি ছেলে তার বাইকের শখ পূরণ করতে দুধের ক্যান, ট্রাক্টরের সাইলেন্সার ব্যবহার করেছেন। বাইক নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছে ছেলেটি। যা দেখে সেখানে উপস্থিত লোকজন হতবাক হয়ে যায়। ট্রাক্টরের সাইলেন্সার, দুধের ট্যাঙ্ক যুক্ত করে এমন একটি বাইক বানিয়েছে ছেলেটি, যা দেখলে বড় বড় ইঞ্জিনিয়াররা চমকে যাবেন। পেট্রোল নেওয়ার পরে, ছেলেটিকে রাস্তায় তার দেশিয় বাইকটিকে দ্রুত গতিতে চালাতে দেখা যায়। এর আগে এই ভিডিওটি গত বছরের নভেম্বরে শেয়ার করা হলেও এখন এটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর লাইক হচ্ছে।
ভাল করে লক্ষ্য করলে দেখাযায়, ট্রাক্টরের সাইলেন্সার থেকে বাইকের সাইলেন্সার তৈরি করেছেন তিনি। দুধের ট্যাঙ্কটি পেট্রোল ট্যাঙ্কের মতো কাজ করে এই বাইকে। ইঞ্জিনটি একটি দুই চাকার গাড়ির বলেইও দেখে মনে হচ্ছে। বসার জন্য একটি সিটও রয়েছে। ভিডিওটি পাঞ্জাবের কোন এক এলাকার।
এই ভিডিওটি ekamdhillon00_ অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিওটি। তিন কোটিরও বেশি ভিউ পাওয়া গেছে এবং হাজার হাজার মানুষ এতে মন্তব্য করেছেন। মানুষ নানান মজার মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সম্পদের সঠিক ব্যবহার’। একজন জিজ্ঞেস করেছেন, ভাই এটা কি পেট্রোলে চলে নাকি দুধে, আরেক ব্যবহারকারী বলেন, যেভাবে বাইকের দাম বাড়ছে, এখন এই ধরনের বাইক আইডিয়াল।