New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-231.jpg)
রাতারাতি কোটিপতি। দুবাইয়ে ভারতীয় বংশোদ্ভূত চালকের ভাগ্য রাতারাতি বদলে গিয়েছে। ড্রাইভার থেকে রাতারাতি কোটিপতি! ৩৩ কোটি টাকার লটারি জিতেছেন ওই ব্যক্তি। আনন্দে আত্মহারা ওই যুবক। আসল বাড়ি দক্ষিণ ভারতে। কাজের তাগিদে দুবাইয়ে আসা।
জানা গিয়েছে যুবকের নাম অজয়। লটারি জিতে অজয় বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, এটা আমার কাছে স্বপ্নের মত। চার বছর আগে চাকরির খোঁজে ভারত থেকে দুবাই আসেন তিনি। একটি জুয়েলারি ফার্মে চালক হিসেবে বর্তমানে কর্মরত। মাসিক আয় ৪০ হাজার টাকার কাছাকাছি।
অজয়ের বাড়ি দক্ষিণ ভারতে। লটারি জেতার পর তিনি বলেন, “চার বছর আগে দেশ থেকে দুবাইতে আসি কাজের খোঁজে। আমার বাড়িতে মা-বোন রয়েছে। তারা এখনও এটা বিশ্বাস করতে পারছেন না”।
অজয় আরও জানান, এই টাকা তিনি একটি মহৎ কাজে ব্যবহার করতে চান। তিনি বলেন এই টাকা দিয়ে আমি আমার গ্রামে একটি ট্রাস্ট তৈরি করব। যেটা আমার গ্রামের মানুষকে সাহায্য করবে। গ্রামের মৌলিক চাহিদা পূরণে সাহায্য করবে”। অজয়ের মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।