Advertisment

Trending Video: প্রতি কেজি করলা হাজার টাকা, সোনার দামে মিলছে আম, ঢুঁ মারবেন নাকি এই শপিং মলে?

নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম দেখে আঁতকে উঠেছেন সকলে।

author-image
IE Bangla Web Desk
New Update
indian girl show prices of indian food items in london supermarket gets trolled viral video

প্রতি কেজি করলা হাজার টাকা, সোনার দামে মিলছে আম, ঢুঁ মারবেন নাকি এই শপিং মলে?

Viral Video: মূল্যবৃদ্ধির বাজারে আনাজ-কাঁচা সবজী সবকিছুতেই ছ্যাঁকা খেতে হচ্ছে আম-আদমিকে। তার মধ্যে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। সব মিলিয়ে নাস্তানাবুদ মানুষ। সংসার চালাতে কালঘাম ছুটেছে। তবে ভারতের অনেক শহরের তুলনায় বাংলায় জিনিস পত্রের দাম বেশ কম। সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে, যেখানে এক তরুণী লন্ডনের একটি সুপার মার্কেটে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম (Price of Indian food items in London) তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চমকে উঠেছেন সকলেই।

Advertisment

সম্প্রতি লন্ডনের একটি সুপার মার্কেটে গিয়ে ভারতীয় জিনিসপত্রের দাম সেখানে কেমন তা তুলে ধরেছেন এক ইন্সটা ইউজার। প্রথমে ওই তরুণী কুরকুরে, লেইস ইত্যাদি স্ন্যাকসের দাম সামনে আনেন। লন্ডনে ২০ টাকা মূল্যের চিপসের দাম ৯৫ টাকা। ঘি'র দাম ছিল ১০০০ টাকা প্রতি কেজি। পনিরের দাম ৭০০ টাকা। আমের দাম সোনার দামের সমান বলেও উল্লেখ করেন তিনি। করলার দাম ১০০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন : < Viral Video: ভরা মেট্রোয় মেয়ের শখপূরণ, বাবার ভালবাসায় নস্ট্যালজিক নেটপাড়া >

লিটল হার্টস বিস্কুটের দাম ১০০ টাকা এবং ম্যাগি সসের দাম ৩০০ টাকা। হলদিরামের ভুজিয়া সেখানে বিকোচ্ছে ৪০০ টাকায় এবং ১০ কেজি বাসমতি চালের দাম ২৫০০ টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল পার্লে জি বিস্কুট, যা ভারতে ৫ টাকায় পাওয়া যায়, কিন্তু সেখানে ৩০ টাকায় দেদার বিকোচ্ছে এই বিস্কুট!

viral news Viral Video Trending News
Advertisment