Advertisment

টাটা ন্যানো এখন হেলিকপ্টার, বিয়েবাড়িতে চাহিদা তুঙ্গে, যুবকের কৃতিত্বে মজে নেটদুনিয়া

বিহারের পাত্রপক্ষরা বরকে এই হেলিকপ্টারে চাপিয়েই বিয়েবাড়িতে গ্র্যান্ড এন্ট্রি করাতে চান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টাটা ন্যানোকে হেলিকপ্টারে পরিণত করেছেন বিহারের এক ব্যক্তি।

সোশ্যাল মিডিয়ায় রোজই নানান ধরণের ঘটনা ভাইরাল হয় তার কোনটি আমাদের হাসায়, আবার কোনটি আমাদের অবাক করে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে টাটা ন্যানোকে হেলিকপ্টারে পরিণত করেছেন বিহারের এক ব্যক্তি। তাঁর এহেন আজব কৃতিত্ব দেখে অবাক সকলেই। নিজে চাপেন সঙ্গে আবার বিয়েবাড়িতে ভাড়াও দেন সেই কপ্টার।

Advertisment

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি বিহারের বাঘায়, নাম গুড্ডু শর্মা। ২ লাখ টাকা খরচ করে তিনি ন্যানো গাড়িটিকে হেলিকপ্টারে রূপান্তরিত করেছেন। বিয়ের মরশুমে বিহারের লোকজনের কাছে কদর বাড়ে তাঁর। কারণ, বিহারের পাত্রপক্ষরা বরকে এই হেলিকপ্টারে চাপিয়েই বিয়েবাড়িতে গ্র্যান্ড এন্ট্রি করাতে চান। তাই ভরা বিয়ের মরশুম থাকলে নাওয়া খাওয়ার ফুরসতটুকুও পান না গুড্ডু শর্মা নামের এই ব্যক্তিটি।

গুড্ডু জানিয়েছেন যে, বিয়েতে ছেলে বা মেয়েকে হেলিকপ্টারে চড়াতে চান অনেক মা-বাবাই। কিন্তু হেলিকপ্টারের ভাড়া আকাশছোঁয়া হওয়ার কারণে সেই স্বপ্ন তাঁরা বাস্তবায়িত করতে পারেন না। আর সেই কথাটা ভেবেই এই হেলিকপ্টার তৈরি করেছেন গুড্ডু, যার ভাড়া খুবই কম। তাঁর কথায়, “ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই আবিষ্কারটি আত্মনির্ভর ভারতের একটি জীবন্ত উদাহরণ। এমন একটি ‘হেলিকপ্টার’ বানাতে খরচ হয় দেড় লাখ টাকা, যেখানে এই হাইটেক হেলিকপ্টারে অনেক উন্নত সুবিধা দেওয়ার কারণে খরচ হয়েছে দুই লাখ টাকার বেশি।

এর আগে বিহারের ছাপড়া জেলার মিথিলেশ প্রসাদ নামের এক ব্যক্তি সর্বপ্রথম দেশে একটি ন্যানো গাড়িকে হেলিকপ্টারে রূপান্তরিত করেছিলেন। ছোট বেলা থেকে সেই মিথিলেশের স্বপ্ন ছিল হেলিকপ্টার তৈরি করবেন। আর সেই স্বপ্ন সফল করতেই তিনি বেছে নিয়েছিলেন একটি টাটা ন্যানো গাড়ি। সাত মাসের মধ্যে মিথিলেশ তাঁর ড্রিম প্রজেক্টের বাস্তব রূপ দিয়েছিলেন।

যদিও এই ধরনের মডিফায়েড গাড়ি উড়তে পারে না। হেলিকপ্টারের মতো কিছু ফিচার্স থাকে এতে – মেন রোটর, টেল বুম এবং টেল রুটার। প্রসাদ তাঁর ন্যানো হেলিকপ্টারটির রোটর এবং সাইড প্যানেলে রংবেরঙের এলইডি লাইট লাগিয়েছিলেন। এই প্রজেক্টের জন্য তাঁর খরচ হয়েছিল ৭ লাখ টাকা। তবে গাড়ির পড়ে থাকা যন্ত্রাংশ দিয়ে সর্বপ্রথম হেলিকপ্টার তৈরি করেছিলেন ব্রাজ়িলের এক ব্যক্তি।

Helicopter Tata nano
Advertisment