/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/IMG_20200729_085625_copy_759x422_1.jpg)
ঝরে পড়া ফুলের পাঁপড়ি। আর তা দিয়েই ফুটপাথে এঁকে চলেছেন হৃদয়ের চিহ্ন। দুবাইয়ের রাস্তা এমন প্রেম কাহিনীর সাক্ষী থাকল। তাও আবার এক ভারতীয়র হাত ধরে। দুবাইয়ে কর্মরত এক ভারতীয় ঝাঁটা বুলিয়ে এঁকে চলেছিলেন সেই ছবি। তা আবার নজরে পড়ে যায় নেসমা ফারহাত নামের এক তরুণীর। তিনিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ছবি। তার পরেই তা নজর কেড়ে নিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।
জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম রমেশ রংগরাজন গান্ধী। তিনি দুবাইয়ের এক ফার্মের সাফাইকর্মীর কাজ করেন। ফুটপাথ পরিষ্কার করার সময়েই তিনি ঝাঁটা দিয়ে পাঁপড়ি জড়ো করে হার্ট সাইন এঁকে ফেলেন।
প্রথমে নেসমা নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পরে তা আবার ইনস্টাগ্রামে শেয়ার করেন 'দ্যহ্যাপিবক্সঅফিসিয়াল' নামের এক একাউন্ট। ক্যাপশনে লেখা হয়, "২০২০-র সেরা ছবি।" তারপরেই তা ভাইরাল।
দুবাইয়ের গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ পরে জানান, "হার্ট সাইন আঁকার সময় আমার স্ত্রীকে খুব মনে পড়ছিল। ওঁকে বড্ড মিস করি। ও জানে আমি ওঁকে ভালোবাসি এবং সবসময় ওঁর কথাই চিন্তা করি।"
সেই প্রতিবেদনে জানানো হয়েছে, তেলেঙ্গানার রমেশ কয়েকমাস আগেই দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে অতিমারীর ধাক্কায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়।