স্ত্রীকে মিস করেছেন, তাই দুবাইয়ের রাস্তাতেই প্রেমের কীর্তি ভারতীয়র

সোশ্যাল মিডিয়ায় এক ক্লিপ শেয়ার হওয়ার পর থেকেই তা ভাইরাল। ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ, এবং বেশ কয়েকহাজার শেয়ার হয়েছে ভিডিওটির।

সোশ্যাল মিডিয়ায় এক ক্লিপ শেয়ার হওয়ার পর থেকেই তা ভাইরাল। ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ, এবং বেশ কয়েকহাজার শেয়ার হয়েছে ভিডিওটির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঝরে পড়া ফুলের পাঁপড়ি। আর তা দিয়েই ফুটপাথে এঁকে চলেছেন হৃদয়ের চিহ্ন। দুবাইয়ের রাস্তা এমন প্রেম কাহিনীর সাক্ষী থাকল। তাও আবার এক ভারতীয়র হাত ধরে। দুবাইয়ে কর্মরত এক ভারতীয় ঝাঁটা বুলিয়ে এঁকে চলেছিলেন সেই ছবি। তা আবার নজরে পড়ে যায় নেসমা ফারহাত নামের এক তরুণীর। তিনিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ছবি। তার পরেই তা নজর কেড়ে নিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।

Advertisment

জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম রমেশ রংগরাজন গান্ধী। তিনি দুবাইয়ের এক ফার্মের সাফাইকর্মীর কাজ করেন। ফুটপাথ পরিষ্কার করার সময়েই তিনি ঝাঁটা দিয়ে পাঁপড়ি জড়ো করে হার্ট সাইন এঁকে ফেলেন।

প্রথমে নেসমা নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পরে তা আবার ইনস্টাগ্রামে শেয়ার করেন 'দ্যহ্যাপিবক্সঅফিসিয়াল' নামের এক একাউন্ট। ক্যাপশনে লেখা হয়, "২০২০-র সেরা ছবি।" তারপরেই তা ভাইরাল।

publive-image

Advertisment
View this post on Instagram

???????????????? the mystery man who captured our hearts tells his story (see link in bio ☝????)and what a beautiful one it is. we are so happy he’s received an outpour of love and support from the community. he’s seeing his family soon and that warms our hearts. to all those longing for their loved ones, you’ll be reunited soon. i certainly can’t wait to hug my own mama and be in her arms. love is so profound and we all need to feel it and be it. to love, always and in all ways xoxox thank you @nesma_farahat for being there at the right moment and so poetically taking the shot and @1inda_pau1 for sharing it with me (I love you) and to you all for sharing his heartfelt message. a special thanks to @thenationaluae for featuring his story. xoxox @goodnews_movement #emrill @downtowndubai #happynews

A post shared by The Happy Box ® (@thehappyboxofficial) on

দুবাইয়ের গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ পরে জানান, "হার্ট সাইন আঁকার সময় আমার স্ত্রীকে খুব মনে পড়ছিল। ওঁকে বড্ড মিস করি। ও জানে আমি ওঁকে ভালোবাসি এবং সবসময় ওঁর কথাই চিন্তা করি।"

সেই প্রতিবেদনে জানানো হয়েছে, তেলেঙ্গানার রমেশ কয়েকমাস আগেই দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে অতিমারীর ধাক্কায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়।

viral news