Advertisment

১৪ সেকেন্ডে পাগড়ি বেঁধে ‘বিশ্বরেকর্ড’, বিরল দক্ষতায় নাম উঠল গিনেস বুকে, দেখুন ভিডিও

ভিডিওটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India, Guinness Book of World Records, Guinness World Records, Fastest man to tie a turban, Viral video, World record

ভিডিওটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে।

হাতে গোনা মাত্র ১৪ সেকেন্ডে পাগড়ি বেঁধে ‘বিশ্বরেকর্ড’ করলেন এই ব্যক্তি। কীর্তি দেখে অবাক মানুষজন। পাগড়ি বাঁধা সত্যিই একটি শিল্প, যার জন্য ধৈর্য ও অনুশীলনের প্রয়োজন এবং যে ব্যক্তি পাগড়ি বাঁধেন তার আলাদাই এক মর্যাদা রয়েছে। সাধারণ ভাবে পাগড়ি বাঁধতে অনেক সময় লাগে। কিন্তু এই ব্যক্তি মাত্র ১৪ সেকেন্ডে এই কীর্তি সম্পন্ন করেছেন।

Advertisment

পাগড়ি পরা আমাদের দেশে বহু প্রাচীন এক ঐতিহ্য। সাধারণ ভাবে পাগড়ি বাঁধতে দক্ষতা ও ধৈর্য্যের প্রয়োজন। এক ব্যক্তি মাত্র ১৪ সেকেন্ডেই পাগড়ি বেঁধে অসম্ভব এই কীর্তিকে বাস্তবে পরিণত করেছেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, আদিত্য পাচোলি নামে একজন ব্যক্তি মাত্র ১৪.১৬ সেকেন্ডে এই কীর্তিটি সম্পন্ন করেছেন এবং তার নাম ইতিমধ্যেই গিনেস বুকে উঠেছে। পাগড়ি বাঁধা এক ধরণের আর্ট, যাতে ধৈর্য এবং অনুশীলনের খুবই প্রয়োজন। তার এই কৃতিত্বের মাধ্যমে বোঝা যায় যে এই আদিত্য দক্ষতা ঠিক কতখানি।  

এই ভিডিওটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায় আদিত্য চেয়ারে বসা অন্য একজনকে পাগড়ি বাঁধছেন।

Viral Video
Advertisment