Advertisment

Musician plays classical music sitar on ipad: সেতারের সুর আইপ্যাডেই, শিল্পীর ঝোড়ো পারফরম্যান্স, মুগ্ধ আনন্দ মাহিন্দ্রা

আবারও সোশ্যাল মিডিয়ায় দেশের সুপরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা একটি পোস্ট মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
anand mahindra viral post

আবারও সোশ্যাল মিডিয়ায় দেশের সুপরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা একটি পোস্ট মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়া না থাকলে কত প্রতিভা আমাদের সামনে অজানাই থেকে যেত। প্রতিদিন হাজারো মানুষের নানান সুপ্ত প্রতিভা সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। তেমনই এক ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

আইপ্যাডে সেতারের সুর তুলে ঝড় তুললেন এক শিল্পী। এমন প্রতিভার প্রশংসা না করে থাকতে পারেন নি শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে শিল্পী মহেশ রাঘবন আইপ্যাডে চমৎকার সেতারের সুর বাজিয়েছেন যা শুনে আনন্দ মাহিন্দ্রা ও তার প্রশংসা করা থেকে নিজেকে আটকাতে পারেননি।

আবারও সোশ্যাল মিডিয়ায় দেশের সুপরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা একটি পোস্ট মানুষের মন ছুঁয়ে গিয়েছে। পোস্টটি খুবই বিশেষ, কিন্তু কেন? তা দেখার পরই আপনি জানতে পারবেন। আসলে, আনন্দ মাহিন্দ্রা একজন সঙ্গীতশিল্পীর প্রতিভায় মুগ্ধ হয়েছেন, যার ভিডিও তিনি সম্প্রতি তার সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যাবে কীভাবে শিল্পী মহেশ রাঘবন আইপ্যাডে এমন চমৎকার সেতারের সুর বাজিয়েছেন যা শুনে আপ্লুত আনন্দ মাহিন্দ্রাও। @anandmahindra থেকে সঙ্গীতশিল্পী মহেশ রাঘবনের এই ভিডিওটি শেয়ার করেছেন শিল্পপতি। ভিডিওটির ক্যাপশনে, তিনি লিখেছেন, 'আমি রাঘবনের প্রতিভা দেখে মুগ্ধ'। ২ মিনিট ৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশি ভিউজের পাশাপাশি হাজার হাজার ব্যবহারকারীরা পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

viral
Advertisment