কনকনে ঠান্ডায় টানা দেড় দিন মেট্রো স্টেশনেই ঠাঁই, ভারতীয় পড়ুয়ার ভিডিও ভাইরাল

আরও কতদিন এভাবে থাকতে হবে জানা নেই তাদের!

আরও কতদিন এভাবে থাকতে হবে জানা নেই তাদের!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার হিউম্যানস অফ বোম্বে এই ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে

যুদ্ধের দামামা, মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ, পুলিশ–অ্যাম্বুলেন্সের সাইরেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের এই দৃশ্য দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। ইউক্রেনের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ভয়ের রূপ নিয়েছে এবং তাঁরা সুরক্ষিত জায়গার আশায় শহর ছাড়তে শুরু করেছেন। রাস্তা এবং সাবওয়েগুলিতে শুধুই মানুষের ভিড় এবং যারা শহরে বাস করতে পারছেন না তাঁরা আশ্রয় খুঁজছেন।

Advertisment

মিসাইল হানা থেকে বাঁচার জন্য সকলেই বেছে নিয়েছেন মেট্রো স্টেশনগুলিকে। কারণ সেগুলি মাটির অনেক গভীরে। অনেকেই রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধের বিষয়ে নানা মতামত শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভিড় জমিয়েছেন। এর মাঝেই এই ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে এক ভারতীয় ছাত্র ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতির বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। তিনি জানিয়েছে গত দু’দিন ধরে প্রবল ঠাণ্ডার মধ্যেও সকলে মিলে আশ্রয় নিয়ে রয়েছেন একটি মেট্রো স্টেশনে! সেখানে রয়েছে দুধের শিশু মহিলা। বাইরে অনবরত গোলার আওয়াজ। সব মিলিয়ে ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে রয়েছেন তারা।

মিসাইলের বৃষ্টি হচ্ছে কিয়েভ সহ দেশের প্রধান শহরগুলিতে। শুক্রবার হিউম্যানস অফ বোম্বে এই ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে যেখানে ইউক্রেনের খারকিভ অঞ্চলের ছাত্রটিকে দেখানো হয়েছে যিনি প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে এবং বাইরে অনবরত বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানান তিনি।

Advertisment

তিনি তার মোবাইলের ফোনের ক্যামেরা প্যান করে দেখান মেট্রো স্টেশন চত্বরে অজস্র মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন। তিনি অডিও’র মাধ্যমে জানান, “বর্তমানে আমি ইউক্রেনের খারকিভ অঞ্চলে আছি এবং পরিস্থিতি বেশ খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন, মানুষজন গত একদিন থেকে এখানে বসে আছে কারণ মেট্রো স্টেশনটি সবচেয়ে নিরাপদ জায়গা”। "সবাই এখানে আছে. শুধু ভারতীয় নয়, ইজরায়েল, লেবানন এবং স্পষ্টতই ইউক্রেনের মতো দেশের মানুষও,”।

আরো পড়ুন: মুহুর্মুহু গোলাবর্ষণ, তার মাঝেই ‘স্বপ্নের’ বিয়ে সারলেন ইউক্রেনের এই যুগল

তিনি আরও জানান প্রায় ৬ বছর ধরে আমি এখানে রয়েছি। দেশটা আমার কাছে বাড়ির মত হয়ে গেছে। এ বছর আমার কোর্স শেষ হওয়ার কথা। কিন্তু এই যুদ্ধ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে’। সে সঙ্গে তিনি জানান, ইউক্রেনের পরিস্থিতি খুবই খারাপ। একাধিক শহর কার্যত দখলে নিয়েছে রুশ সেনা। চলছে বোমা গুলির লড়াই। তিনি বলেন ‘বাইরে কনকনে ঠাণ্ডা। কীভাবে আমরা এখানে গত দু’দিন ধরে রয়েছি তা কেবল আমরাই জানি’।

Russia-Ukraine Row