Advertisment

Viral Video: বিদেশে ডিগ্রি নিয়ে শিক্ষকের পা ছুঁয়ে প্রণাম, ছাত্রের মুখে 'জয় শ্রী রাম' স্লোগান

ছাত্রের দেশপ্রেমকে কুর্নিশ জানাল তামাম বিশ্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Student touches teachers feet, Jai Siya Ram, Jai shri Ram, Lord Ram, Ram mandir, Convocation Ceremony Leicester, Leicester university, heart touching video, viral videos, trending videos, trending news,

ছাত্রের দেশপ্রেমকে কুর্নিশ জানাল তামাম বিশ্ব।

ডিগ্রি নিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে 'জয় শ্রী রাম স্লোগান'। ছাত্রের দেশপ্রেমকে কুর্নিশ জানাল তামাম বিশ্ব। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যাতে ভারতীয় ছাত্রকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের পর শিক্ষকের পা ছুঁয়ে প্রনাম করার সঙ্গে সঙ্গে জয় শ্রী রাম স্লোগান দিতে দেখা গিয়েছে।

Advertisment

অনেকেই আছেন বিদেশে গিয়েও দেশের সংস্কৃতিকে ভুলে যান না। এর একটি জীবন্ত উদাহরণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনে গিয়েও দেশের সৃষ্টি-সংস্কৃতিতে বুকে আগলে রেখেছেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে তিনি তার শিক্ষকদের পা ছুঁয়ে 'জয় শ্রী রাম' উচ্চারণ করে সবার মন জয় করেছেন।

ভিডিওতে দেখা যায়, ওই ছাত্র বিদেশে পড়তে গেলেও সেখানে গিয়ে সে তার সংস্কৃতি ভুলে যায়নি। এই ভিডিওটি দেখার পর প্রত্যেক ভারতীয়ের বুক গর্বে ভরে উঠেছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিটেনে সমাবর্তন অনুষ্ঠানে একজন ভারতীয় ছাত্র তার ডিগ্রি নিতে মঞ্চে পৌঁছেছেন। সেখানে তিনি জয় শ্রী রাম স্লোগান দিয়ে শিক্ষকের দিকে এগিয়ে যান এবং তার শিক্ষকের পা ছুঁয়ে প্রণাম করেন । যা দেখে সমাবর্তন হল করতালিতে মুখরিত হয়ে ওঠে। ভিডিওটি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি @MeghUpdates নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে- 'আপনার শিকড়, মূল্যবোধ এবং সংস্কৃতি নিয়ে গর্বিত হোন।

Viral Video
Advertisment