Advertisment

Indias first AI teacher robot: পরনে সুতির শাড়ি, চুলে খোঁপা, হালকা মেকআপ! ক্লাসরুমে হাজির AI শিক্ষিকা, ভিডিও ঘিরে চরম উন্মাদনা

প্রযুক্তির যুগে প্রতিদিনই দেখা যাচ্ছে নিত্য নতুন আবিষ্কার। কিছু উদ্ভাবন মানুষকে তাক লাগিয়ে দিতে বাধ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
robots, ai robot, ai teacher, robo teacher, robot as teacher, robot teacher, robot teachers, robot teachers in bangalore, robot teachers in india, robot teachers in mumbai school, robot teachers in the classroom, robot teachers in the classroom in bangalore, robot teachers vs human teachers, roybi robot ai teacher, roybi robot ai teacher for kids, shalu robot teacher, teacher robot,

প্রযুক্তির যুগে প্রতিদিনই দেখা যাচ্ছে নিত্য নতুন আবিষ্কার। কিছু উদ্ভাবন মানুষকে তাক লাগিয়ে দিতে বাধ্য।

শিশুদের শাড়ি পরে চুল বেঁধে পড়াতে হাজির AI শিক্ষিকা। চমকে দেওয়ার মত ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

প্রযুক্তির যুগে প্রতিদিনই দেখা যাচ্ছে নিত্য নতুন আবিষ্কার। কিছু উদ্ভাবন মানুষকে তাক লাগিয়ে দিতে বাধ্য। মানুষের কল্পনার বাইরে গিয়ে এমন আবিষ্কার দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না মানুষজন।

প্রযুক্তির এই যুগে আমরা কল্পনা করতে পারিনা আমন সব জিনিস আমাদের হাতের সামনে হাজির হচ্ছে। আগে রোবট ছিল শুধু একটি মেশিন। কিন্তু এখন এআই-য়ের দৌলতে রোবট সাংবাদিক, অভিনেতা এবং শিক্ষক হিসেবেও কাজ শুরু করেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে যেখানে একটি এআই রোবট শিক্ষিকাকে স্কুলে শিশুদের পড়াতে দেখা যাচ্ছে। পরনে সুতির শাড়ি এবং চুল খোঁপা করে বাঁধা এই এআই রোবটকে দেখতে হুবহু একজন মানুষের মত। AI রোবটটি কেরালার তিরুবনন্তপুরমে তৈরি করা হয়েছে। এই রোবটটি তৈরি করেছে মেকারল্যাবস এডুটেক নামের একটি প্রতিষ্ঠান। এআই শক্তি ব্যবহার করে শিক্ষা জগতে বিপ্লব আনা সম্ভব সেকথা প্রমাণ করেছে সংস্থা। এআই রোবট শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে প্রতিটি শিক্ষার্থীকে ভালো শিক্ষা দিতে প্রস্তুত।

ভিডিওটি Instagram-এ makerlabs_Official নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে । হাজার হাজার মানুশ ভিডিওটি পছন্দ করছেন। এই পোস্টে কমেন্ট করে তাদের মতামতও জানিয়েছেন নেটিজেনরা।

viral
Advertisment