দেশের সবচেয়ে লম্বা 'ক্রিসমাস ট্রি', কোথায় জানেন তো? সামনেই বড়দিন। সেই সঙ্গে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা বিশ্ববাসী। বড়দিনের আনন্দে গা ভাসাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বেঙ্গালুরুর ফিনিক্স মলে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় 'ক্রিসমাস ট্রি'। এর উচ্চতা ১০০ ফুট।
Advertisment
শহরের ফিনিক্স মল অফ এশিয়া ভারতের সবচেয়ে লম্বা ক্রিসমাস ট্রি সামনে এনেছে যার উচ্চতা শুনে চমকে উঠেছেন সকলেই। সামনেই বড়দিন। সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতেও ব্যাপক আড়ম্বর সহকারে বড়দিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বেঙ্গালুরুতেও উৎসব নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সামনে এসেছে। দেশের সবচেয়ে লম্বা ক্রিসমাস ট্রি (ভারতের সবচেয়ে লম্বা ক্রিসমাস ট্রি) হয়ে উঠেছে শহরের সেরা আকর্ষণ। শহরের ফিনিক্স মল অফ এশিয়া ভারতের সবচেয়ে লম্বা ক্রিসমাস ট্রি উন্মোচন করেছে, যার উচ্চতা ১০০ ফুট।
এই বিশাল উচ্চতার ক্রিসমাস ট্রি মলে আসা মানুষজনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সুন্দরভাবে সাজানো ক্রিসমাস ট্রি'র ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। What's Trending Bengaluru নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ক্রিসমাস ট্রির ভিডিও। ভিডিওটি লক্ষাধিক বার দেখা হয়েছে এবং ৩১ হাজারেরও বেশি লাইক পেয়েছে। মন্তব্য করার সময় একজন ব্যবহারকারী লিখেছেন, 'বাহ, এটা আশ্চর্যজনক'। ব্যবহারকারীরা জানিয়েছেন যারা এটি দেখতে এবং ছবি ও ভিডিও তুলতে চান তাদের জন্য নির্ধারিত রয়েছে ২০০ টাকা প্রবেশমূল্য।