Advertisment

IndiGo: বিমানে পরিবেশন করা স্যান্ডউইচে স্ক্রু, সুনামি বেগে ছড়াল সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্ষোভ...

স্যান্ডউইচের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি তিনি এই বিষয়ে নিয়ে সকলের কাছেই আইনি পরামর্শও চেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
IndiGo passenger finds screw in his sandwich

ইন্ডিগো যাত্রী তার স্যান্ডউইচে স্ক্রু খুঁজে পেলেও এয়ারলাইন তার অভিযোগ মানতে অস্বীকার করে।

ইন্ডিগোর এক যাত্রী দাবি করেছেন যে তিনি সম্প্রতি ইন্ডিগোর বিমানে ভ্রমণের সময় একটি স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলেন। সেটি খেতে গিয়ে তিনি দেখেন তার মধ্যে রয়েছে একটি স্ক্রু। যা দেখে তিনি তাজ্জব হয়ে যান। এবং সেই ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। যা পরে ভাইরাল হয়। পোস্টটি ভাইরাল হতেই ইণ্ডিগোর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেটিজনরা। স্যান্ডউইচের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি তিনি এই বিষয়ে নিয়ে সকলের কাছেই আইনি পরামর্শও চেয়েছেন।

Advertisment

Reddit ব্যবহারকারী লিখেছেন, 'তিনি ১ লা ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে চেন্নাই যাওয়ার সময় তাকে একটি স্যান্ডউইচ পরিবেশন করা হয়েছিল। যাত্রার সময় বিমানের ভেতরে স্যান্ডউইচটি তিনি  খাননি পরে গন্তব্যে পৌঁছে প্যাকেট খুলে স্যান্ডউইচের ভিতর স্ক্রু দেখে তিনি অবাক হয়ে যান'।  

ওই যাত্রী বলেন, 'তিনি এই বিষয়ে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু ইন্ডিগো জানিয়েছে যে তার অভিযোগ যথাযথ নয়, কারণ তিনি বিমান থেকে নামার পরে স্যান্ডউইচটি খেয়েছিলেন'। এর পরে, তিনি সোশ্যাল মিডিয়া  প্ল্যাটফর্ম রেডিটে সেই ছবি শেয়ার করেছেন এবং সকলের কাছেই আইনি পরামর্শ চেয়েছিলেন। অনেক রেডডিট ব্যবহারকারী তাকে এয়ারলাইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আবার কেউ কেউ তাকে এই বিষয়ে FSSAI-তে অভিযোগ করতে বলেছিলেন।

এখানে পোস্টটি দেখুন:

viral Indigo
Advertisment