Advertisment

Viral: কেতাদুরস্ত স্টাইলে বিমানে ঘুম, যাত্রীর কাণ্ডে হাসির রোল, ঝড়ের বেগে ভাইরাল

বিমানে ঘুমাতে বিরাট কৌশল যাত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
IndiGo passenger,eye mask hack,Indigo Airlines sleep mask viral post,Sleep Mask viral post,Indigo Airlines viral Post,viral post indigo airlines,Indigo Airlines,latest viral video,Hindi News,Latest News,Aviation News,sleep mask,viral,Sleep,Airlines,Indigo

বিমানে ঘুমাতে বিরাট কৌশল যাত্রীর। ভাইরাল হওয়া এই পোস্টটি ইন্ডিগো এয়ারলাইন্সে ভ্রমণকারী একজন যাত্রীর। যিনি বিমান যাত্রার সময় চোখে যাতে আলো না আসে তার জন্য এমন কিছু করেন যা বিমানে উপস্থিত অনান্য যাত্রীদেরও অবাক করে দেয়।

Advertisment

ইন্টারনেটের দুনিয়াটা খুবই অদ্ভুত, এখানে কখন কী সামনে আসবে তা আগে থেকে বলা মুশকিল। রিলের যুগে, কখনও কাউকে মেট্রোতে নাচতে দেখা যায়, আবার কখনও কেউ পাবলিক প্লেসে তার অদ্ভুত কাজকর্ম-এর মাধ্যমে মানুষের মন জয় করেন ।
সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে। যা কার্যত আলোড়ণ ফেলেছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া এই পোস্টটি ইন্ডিগো এয়ারলাইন্সে ভ্রমণকারী একজন যাত্রীর। যিনি যাত্রার সময় এমন কিছু করেন, যা সেখানে উপস্থিত লোকজনকে হতবাক করে দেয়।

দেখা যাচ্ছে বিমানে ওই ব্যক্তি ঘুমানোর জন্য এমন কিছু করেন যা দেখে বিমানেই হাসির রোল উঠতে শুরু করে। ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিটি সিটে হেড রেস্টের কাছে একটি কাপড় থাকে যার উপরে এয়ারলাইন্সের লোগো ছাপা থাকে। ভাইরাল ছবিতে দেখা যায়, কীভাবে একজন যাত্রী আই মাস্ক হিসেবে এই কাপড় ব্যবহার করেছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি তার উপর দিয়ে চশমাও পরে রয়েছেন, যাতে চোখে আলো না আসে।

এই পোস্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ছবিটি ৬০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন।

viral
Advertisment