Advertisment

কুমিরের গলা থেকে টায়ার খুলতে পারলে, মিলবে মোটা অঙ্কের পুরস্কার

সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে ওই নদীর কাছাকাছি জায়গায় গিয়ে কুমিরকে বিরক্ত না করতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রায় ১৪ ফুটের কুমির। ২০১৬ সাল থেকে তার গলায় আটকে রয়েছে বাইকের টায়ার। বহূ চেষ্টা করেও কোনভাবেই ওই টায়ার বের করে আনা যায়নি। সম্প্রতি কুমিরটি আয়তনে বড় হয়ে গিয়েছে। যতদিন যাচ্ছে, গলায় এঁটে বসছে টায়ারটি। সম্প্রতি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলায়েসির ন্যাচরাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সি একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে তারা জানিয়েছে, কুমিরের গলা থেকে টায়ার খুলতে পারলে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সেই পুরস্কার মূল্য কত তা জানা যায়নি।

Advertisment

যদিও এই প্রতিযোগিতায় সাধারণ মানুষকে অংশগ্রহণ না করারই পরামর্শ দিয়েছেন ওই কনজারভেটিভ এজেন্সির প্রধান। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে ওই নদীর কাছাকাছি জায়গায় গিয়ে কুমিরকে বিরক্ত করতে না।

দেখুন ভিডিওটি...

viral viral news
Advertisment