New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-113.jpg)
জলে ভরা সেলুন সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করেছে।
জলে ভরা সেলুন সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করেছে।
জলে ভরা সেলুন সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করেছে।
চুল কাটার পাশাপাশি যাবে মাছ ধরাও। এমনই অনন্য সেলুন সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করছে। অনেক ধরণের সেলুন এবং স্পা'তে হয়ত গিয়েছেন অনেকেই, কখনও এমন সেলুন দেখেছেন যেখানে মাছ ধরার পাশাপাশি চুল কাটাও সম্ভব। হ্যাঁ এমনই এক ওয়াটার সেলুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে।
একঝলক দেখে মনে হবে বন্যা হয়েছে। কিন্তু ভাল করে দেখলে বোঝা যাবে সেটি বন্যার জল নয়। বরং জলে ভরা সেলুন। এমন অভিনব সেলুন দেখে অবাক সকলেই।
ভিডিওতে দেখা যাচ্ছে সেলুনে অনেককে চুল কাটছেন। ক্লিপটি ভাল করে দেখলে লক্ষ্য করবেন হেয়ার স্টাইলিশরা কেউ গানের সুরে আনন্দে নেচেছেন। এর বিশেষত্ব হল, সেলুনটি সম্পুর্ণ জলে ভরা। আশ্চর্যের বিষয় সকলেই জলের ওপর দাঁড়িয়ে রয়েছেন। সেলুনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চুল কাটতে এসে গ্রাহকরা না ভিজে যান। শুধু তাই নয় এই জলে ঘুরে বেড়াচ্ছে নানান রঙ বেরঙের মাছ। ইন্দোনেশিয়ার এই সেলুনটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড করছে।
radenthebarber.lsm নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইন্সটাতে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, এই সেলুনটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। এটা দেখার পর মানুষ নানাভাবে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।