Ratan tata pet hospital: রতন টাটা বিশ্বের অন্যতম বিখ্যাত ভারতীয় শিল্পপতি। ব্যবসায়িক জগতে তার কৃতিত্ব ছাড়াও, রতন টাটা একজন পশু প্রেমিক হিসাবেও পরিচিত এবং পথ কুকুরের প্রতি তাঁর ভালবাসার কথা সর্বজনবিদিত। এবার ভারতের অন্যতম বড় পশুচিকিৎসা হাসপাতাল চালু করতে চলেছে শিল্পপতি রতন টাটা ।
৮৬ বছর বয়সে স্বপ্ন পূরণ রতন টাটার। চালু হতে চলেছে ঝাঁ চকচকে ‘পেট’ প্রজেক্ট । মুম্বইতে অত্যাধুনিক সুবিধা সহ পশুচিকিৎসা হাসপাতাল নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছে শিল্পপতি রতন টাটার। মার্চের শুরুতে এই হাসপাতালের কাজ শুরু হবে। এই হাসপাতালের নাম রাখা রয়েছে Tata Trusts Small Animal Hospital।
হাসপাতালটি মোট ২.২ একর জমির উপর গড়ে তোলা হয়েছে। হাসপাতাল নির্মাণে মোট খরচ হয়েছে ১৬৫ কোটি টাকা। অত্যাধুনিক এই হাসপাতালে কুকুর, বিড়াল, খরগোশের মতো পোষ্যদের চিকিৎসা করা হবে। এই হাসপাতালটি 24×7 পশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করবে।
হাসপাতাল উদ্বোধনের আগে এক সাক্ষাৎকারে রতন টাটা বলেন, 'পোষা প্রাণীরা পরিবারের সদস্য। তাদের চিকিৎসার জন্য একটি বিশ্বমানের হাসপাতালের প্রয়োজন'। তিনি তার সাক্ষাৎকারে আরও বলেন, 'এই হাসপাতালটি নির্মাণ করা আমার স্বপ্ন ছিল। শহরগুলিতে অত্যাধুনিক পশু স্বাস্থ্য কেন্দ্র থাকা খুবই জরুরি। এখন এই হাসপাতাল চালুর পথে, স্বভাবতই আমি ভীষণ খুশি'।
পশু হাসপাতাল গড়ে তোলার পিছনে কারণ জানিয়ে রতন টাটা বলেন, পোষ্যের জয়েন্ট প্রতিস্থাপনের জন্য আমেরিকায় নিয়ে যাওয়া যেতে হয়। ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে পৌঁছাতে এবং সেখানে চিকিৎসা পরিষেবা পেতে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। তিনি বলেন, সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতার পরই পশু হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া । বিশ্বমানের পশুচিকিৎসা হাসপাতাল অনেক সুবিধা প্রদান করে। মুম্বইয়ে নির্মিত এই হাসপাতালে বিশ্বমানের সুবিধাও পাওয়া যাবে।
২০১২ সালে রতন টাটা যখন টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান, তখন এই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছিল। যার কাজ ১২ বছর পর এখন শেষ হয়েছে। মুম্বইতে নির্মিত এই পশুচিকিৎসা হাসপাতালটি দেশের অন্যতম বড় পশু হাসপাতাল।
হাসপাতালটিতে মাল্টিডিসিপ্লিনারি কেয়ারের পাশাপাশি সার্জিক্যাল, ডায়াগনস্টিক এবং ফার্মেসি পরিষেবা প্রদান করবে। গ্রাউন্ড প্লাস চারতলা বিশিষ্ট এই হাসপাতালটির শয্যা সংখ্যা ২০০ এর নেতৃত্ব দেবেন ব্রিটিশ পশু চিকিৎসক টমাস হিথকোট।