New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/swiggy.jpg)
আবহাওয়া যতই খারাপ হোক না কেন, ডেলিভারি বয়কে সময়মতো মানুষের দোরগোড়ায় অর্ডার পৌঁছে দিতেই হবে।
বৃষ্টির মধ্যে ডেলিভারি এজেন্টদের জন্য বিরাট উদ্যোগ। পথেই চা, রেইনকোটের ব্যবস্থা। মন জয় করলেন কনটেন্ট ক্রিয়েটার। সিদ্ধেশ লোকরে নামে একজন কন্টেন্ট ক্রিয়েটারের এমন উদ্যোগকে ধন্য ধন্য করছেন সকলেই।
কল্পনা করুন আপনার খোলা জানালার পাশে বসে এক কাপ গরম চা বা কফি হাতে নিয়ে বৃষ্টি ভেজা শহরের দিকে তাকাচ্ছেন। কিছুক্ষণ পর বৃষ্টি উপভোগ করতে করতে হাতে মোবাইল নিয়ে অনলাইনে খাবার অর্ডার করার মধ্যে মজাই আলাদা।
কিছু সময় পরেই আপনার অর্ডার নিয়ে দোরগোড়ায় অর্ডার নিয়ে হাজির ডেলিভারি বয়। বর্ষার দিনে বৃষ্টিভেজা শহরেও বিরাম নেই তাদের। বর্ষার বিকেলে অথয়াব সন্ধ্যায় মেট্রো শহরে এই ধরনের দৃশ্য খুবই সাধারণ। আবহাওয়া যতই খারাপ হোক না কেন, ডেলিভারি বয়কে সময়মতো মানুষের দোরগোড়ায় অর্ডার পৌঁছে দিতেই হবে।
সেকথা মাথায় রেখেই সিদ্ধেশ লোকরে নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর পরিশ্রমী ডেলিভারি এজেন্টদের জন্য এক বিরাট উদ্যোগ নেন। রাস্তার পাশেই একটি স্টলে ডেলিভারি এজেন্টদের জন্য চা, সিঙ্গারা এবং রেইনকোট বিলির আয়োজন করেন। মুহূর্তেই এই ভিডিও লাখো মানুষের মন জয় করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এমন মানবিক একটি ভিডিও।