New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/corona-challenge-1.jpg)
বেশ কিছুদিন আগে এক জনপ্রিয় মডেল টিকটক মারফত নিয়ে এসেছিল #করোনা চ্যালেঞ্জ।
টয়লেটের প্যান জিভ দিয়ে চেটে করোনা আক্রান্ত এক যুবক। বেশ কিছুদিন আগে এক জনপ্রিয় মডেল টিকটক মারফত নিয়ে এসেছিল করোনা চ্যালেঞ্জ। যা গ্রহণ করতে গেলে আপনাকে একটি কঠিন পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতিতে যা একেবারেই করা উচিত নয় বলে জানিয়েছিলেন নেট নাগরিকদের একাংশ। সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই মডেলকে। কিন্তু সমাজের সমালোচনাকে তোয়াক্কা না করে এক যুবক সেই চ্যালেঞ্জ কে গ্রহণ করেছে।
যুবকের বয়স ২১ বছর। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখা করোনাভাইরাসের টেস্ট পজিটিভ এসেছে।
বেশ কিছুদিন আগে বিমানের টয়লেট সিট জিভ দিয়ে স্পর্শ করেছিলেন ওই যুবক। মডেল সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জটি আনার সময় জানিয়েছিলেন এই চ্যালেঞ্জ মারফত বোঝা যাবে বিমানে টয়লেট ভালোভাবে পরিষ্কার করা হয় কি না!
উল্লেখ্য, পরীক্ষা করে দেখা গিয়েছে করোনাভাইরাস প্লাস্টিক ও স্টিলের ওপর তিনদিন পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু সেই জিনিস স্পর্শ করলে তা থেকে করোনায় আক্রান্ত হবার সংখ্যা নিতান্তই কম।
A kid who licked toilets as part of the #CoronaVirusChallenge says he's now in the hospital with coronavirus. @gayshawnmendes was also just suspended from twitter pic.twitter.com/lfG2NBlTrs
— Pardes Seleh (@PardesSeleh) March 23, 2020
Play stupid games, win stupid prizes. https://t.co/qqz6yFv8E2
— MADS (@iDarstin) March 26, 2020
????????
IQ test = failed https://t.co/ZEwKRaE9ZR— Thund3r AᵀWᴴAᴱKᴳEᴿNᴱIᴬNᵀG (@Thund3r_QAnon) March 26, 2020
If it wasn't for modern medicine, natural selection would have taken care of him. https://t.co/oflfezwgNG
— Nimesh (@Nimesh81434264) March 26, 2020
They should let him sleep outside and let other patient take his bed. https://t.co/QBDl3uwllw
— prim⁷ (@ponytailjihyo) March 26, 2020
WHY on earth!!!!!!!!!! https://t.co/iNQqsx4YzP
— Wash hands. Wash at back also. (@AdvanceDexter) March 26, 2020
Don’t be an idiot for clout generation Z https://t.co/zZujbnYIrv
— ???? ???? (@CelestialxFirex) March 26, 2020
Read the full story in English