Advertisment

প্রতিবন্ধী হয়েও পেটের টানে জোগাড়ের কাজ, পরিশ্রমকে স্যালুট নেটিজেনদের

ভিডিওটি মাত্র তিন দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Video of this handicapped boy,Video of this handicapped boy viral,विकलांग लड़के का वीडियो,Inspirational Video,

প্রতিবন্ধী হয়েও পেটের টানে জোগাড়ের কাজ, যুবকের কাণ্ড দেখে চোখ ভিজল নেটপাড়ার। এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে ভিডিও মানুষকে অনুপ্রেরণা জোগায়। এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে এক প্রতিবন্ধী যুবককে পেটের টানে জোগাড়ের কাজ করতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি তাদের জন্য যারা সামান্য সমস্যাতেই জীবনে দিশাহীন হয়ে পড়েন।

Advertisment

'জিন্দেগি গুলজার হ্যায়'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওটিতে একজন প্রতিবন্ধী যুবককে পেটের তাগিদে কঠোর সংগ্রাম করতে দেখা যাচ্ছে। এই ব্যক্তি তার পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারে না, তবে তার উদ্দেশ্য মহান এবং তার মুখে সব সময়ে হাসি রয়েছে। এই ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করেন। ভিডিওতে, আপনি দেখতে পাচ্ছেন কীভাবে সেই ব্যক্তি তার মাথায় সিমেন্ট নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন। তার সাহস ও আবেগ দেখে মানুষ অবাক, তাঁকে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

ভিডিওটি মাত্র তিন দিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত ১ লাখ ৪০ হাজারের বেশি লাইক পেয়েছে। ভিডিওটিতে কমেন্ট করে মানুষ এই প্রতিবন্ধীর সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'দেখুন, ভাইয়ের মুখে এখনও হাসি আছে, মানুষের কাছে বিলাসবহুল প্রাসাদ থাকা সত্ত্বেও তাঁরা কাঁদছেন। অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'যে জীবনে সংগ্রাম করেছে সে সব কিছু অর্জন করতে পারে।'

Viral Video
Advertisment