scorecardresearch

স্টিয়ারিং হাতে প্রাণ বাঁচান বাস চালকের, নারী দিবসে বিজ্ঞাপনের মুখ সেই মহিলা

এমন এক গল্প যা আপনাকে অনুপ্রাণিত করতে বাধ্য।

স্টিয়ারিং হাতে প্রাণ বাঁচান বাস চালকের, নারী দিবসে বিজ্ঞাপনের মুখ সেই মহিলা
এমন এক গল্প যা আপনাকে অনুপ্রানিত করতে বাধ্য।

চলতি বছর জানুয়ারির ঘটনা, পুনের বাসিন্দা বছর ৫২’র যোগিতা সাতাভ, ছেলেমেয়ে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিক করতে যাচ্ছিলেন। হটাৎ করেই বাসের মধ্যে চালক অজ্ঞান হয়ে যান, কী করবেন বুঝতে না পেরে সকলেই দৌড়াদৌড়ি করতে থাকেন। সেই সময় যোগিতা এগিয়ে যান ড্রাইভারের কাছে। চোখে মুখে জলের ছিটে দেন, জ্ঞান ফেরার কোনও সম্ভাবনা না দেখে নিজেই বসে পড়েন চালকের আসনে। ধরেন স্টিয়ারিং।

প্রায় ১০ কিলোমিটার রাস্তা বাস চালিয়ে ড্রাইভারকে নিয়ে পৌঁছান হাসপাতালে। প্রাণে বাঁচেন ওই চালক। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিল। হটাৎ করে বাসের স্টিয়ারিং হাতে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে যোগিতা বলেন, ‘প্রথমে কিছুটা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমার সামনে কোনও উপায় ছিল না। লোকটিকে প্রাণে বাঁচানো জরুরি ছিল’।

এদিকে আজ আন্তর্জাতিক নারী দিবসে সেই যোগিতাকেই কুর্নিশ জানিয়েছে কোটাক জেনারেল ইন্স্যুরেন্স। এবং তাকে ঘিরে একটি বিজ্ঞাপনী তথ্যচিত্র নির্মাণ করেছে। বলাই বাহুল্য, সেই তথ্য চিত্র ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। সংস্থার তরফে জানানো হয়েছে এমন এক গল্প যা আপনাকে অনুপ্রানিত করতে বাধ্য। ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হতেই তাতে সাত লক্ষ ভিউ হয়েছে। অজস্র কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও। ভিডিও’র ক্যাপশনে লেখা রয়েছে, #DriveLikeALady

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: International womens day inspiring viral ad pays tribute to yogita satav who drove a bus for the first time to save a life watch