অনেকেই আছেন যারা আইএএস হওয়ার স্বপ্ন দেখেন। তবে তাদের মধ্যে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই শেষ পর্যন্ত এই কঠিন পরীক্ষায় সাফল্য পান। অনেকে IAS হওয়ার লক্ষ্যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন। আবার কেউ কেউ তাঁর মেধার জেরে মাত্র কয়েক মাসের মধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছে যান।
আইএএস সৌম্য শর্মার কাহিনী লাখো মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে শ্রবণশক্তি হারিয়েছিলেন তিনি। তাও অদম্য জেদ আর ইচ্ছাশক্তির উপর ভর করে মাত্র ৪ মাসে প্রস্তুতিতেই প্রিলি পরীক্ষায় নবম স্থান অর্জন করেন এই আমলা।
আইএএস দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি সরকারি পদ। লক্ষ লক্ষ প্রার্থীর মধ্যে, হাতে গোনা কয়েকজন UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। IAS সৌম্য শর্মা মাত্র ৪ মাসের মধ্যে IAS-এর প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষায় তিনি দেশে নবম স্থান অর্জন করেছেন। স্নাতক হওয়ার পরে, তিনি ২০১৭ সালে পরীক্ষায় বসার কথা ভাবেন। প্রথম প্রচেষ্টাতেই আইএএস হওয়ার গৌরব অর্জন করে সকলকে চমকে দিয়েছেন।
আইএএস সৌম্য শর্মা ১৬ বছর বয়সে তার শ্রবণশক্তি হারিয়েছিলেন। কিন্তু তিনি হাল ছাড়েননি এবং তার আইএএস হওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখে তা পূরণ করেছেন। দিল্লির বাসিন্দা সৌম্য শর্মা দিল্লি থেকেই প্রাথমিক পড়াশোনা শেষ করেছেন। এরপর তিনি ন্যাশনাল ল স্কুলে ভর্তি হয়ে আইনের ডিগ্রি লাভ করেন।
আইএএস হওয়ার লক্ষ্যে প্রতিদিন ১০ থেকে ১৫ ঘন্টা পড়াশোনা করতেন তিনি। সাফল্যের জন্য তিনি কোন কোচিং সেন্টারের সাহায্য নেননি। সৌম্যর অনুপ্রেরণামূলক গল্প তাদের সকলকে অনুপ্রাণিত করে যারা জীবনের কোন না কোন বড় পরীক্ষায় সফল হতে চায়।