Advertisment

পরনে জিন্স-ব্লেজার, অভিজাত রেস্তরাঁয় বাদাম কাকুর গান, 'স্ট্যান্ডার্ড' নিয়ে প্রশ্ন নেটিজেনদের

শহরের এমন নামী দামী পাঁচতারা রেস্তরাঁতে বাদাম কাকুর কাচাবাদাম গান ভাইরাল হতেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শহরের এক অভিজাত পাঁচতারা রেস্তোরাঁতে কাঁচা বাদাম গান গাইছেন ভুবন বাদ্যকর।

পরনে জিন্স, ব্লেজার, টিশার্ট! একঝলকে দেখে চেনা দায়। শহরের এক অভিজাত পাঁচতারা রেস্তরাঁতে কাঁচা বাদাম গান গাইছেন ভুবন বাদ্যকর। শহরবাসীর আমোদ প্রমোদেদ অন্যতম পছন্দের জায়গা পার্ক স্ট্রিটের এই রেস্তরাঁ। আর সেখানেই লাইভ কাঁচা বাদাম নিয়ে হাজির ভুবন বাদ্যকর। এই নামটির সঙ্গে গত কয়েক মাসে সবাই পরিচিত। বীরভূমের কুড়ালজুলি গ্রামের এক বাদাম বিক্রেতা আজ ভুবন কাঁপাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে মিলেছে সম্মান। দাদাগিরির মঞ্চেও পারফর্ম করেছেন একেবারে টি-২০ ফরম্যাটে।

Advertisment

এদিন একদম রকস্টারের বেশে কালো ঝমকালো ব্লেজার পরে পাঁচতারা রেস্তোরাঁতে অনুষ্ঠান নিয়ে কী বললেন ভুবন? মঞ্চে উঠে ‘জয় রাধে’র নাম নিয়েই নিজের পারফরম্যান্স শুরু করেন বাদাম কাকু। অকপটে বলেন, ‘আমার জ্ঞান খুব কম, আপনাদের কাছে পৌঁছেছি, আশা করছি ঠাঁই পাব’।

কিন্তু শহরের এমন নামী দামি পাঁচতারা রেস্তরাঁতে বাদাম কাকুর কাঁচা বাদাম গান ভাইরাল হতেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি কেবলমাত্র ‘ভাইরাল গান’ এটাই শর্ত হওয়া উচিত নয় 'সামপ্লেস এলস’-এর মতো জায়গায় গান গাওয়ার। অনেকের কাছে সংগীত একটা সাধনা, সবাই স্বপ্ন দেখে ওখানে গান গাইবার, সেটা ক্ষুণ্ন হচ্ছে বলেই মতামত তাঁদের। ফেসবুকে অনেকেই আক্ষেপের সুরে জানিয়েছেন, ‘আমাদের মান খুব নীচে নেমে যাচ্ছে। না হলে ‘সামপ্লেস এলস’-এ কাঁচা বাদাম গান! অবিশ্বাস্য, RIP মিউজিক’।

publive-image
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষ।

একাংশ যেমন সমালোচনা করেছে, তেমন অনেকেই প্রশংসা করেছেন। গ্রামের এক সাধারণ বাদাম বিক্রেতার গান যে জগৎ জোড়া খ্যাতি পেয়েছে, সেটা কম কথা নয় মত তাঁদের। এই সব অনামীদের যোগ্য স্টেজ এবং যোগ্য সম্মান দেওয়াটা অত্যন্ত দরকার বলে সওয়াল করেন তাঁরা। অনেকে আবার এমন বেশে বাদাম কাকুকে দেখে চমকে উঠেছেন। বলেছেন, বাদাম কাকু রক! যেখানে যেমন সেখানে তেমন!

Kacha Badam bhuban badykar kolkata five star bar
Advertisment