New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ie-Internet-wants-Indian-Railways-to-give-this-stray-dog-a-job.jpg)
অনেক নেটিজেন বলেছেন যে এই কুকুরটিকে ভারতীয় রেলওয়ের দ্বারা নিয়োগ করা দরকার যাতে লোকেরা ট্রেনের ফুটবোর্ডে ভ্রমণ করতে না পারে।
ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চলন্ত ট্রেনের পাশ দিয়ে কুকুরটিকে দৌড়াতে দেখা যায়।
অনেক নেটিজেন বলেছেন যে এই কুকুরটিকে ভারতীয় রেলওয়ের দ্বারা নিয়োগ করা দরকার যাতে লোকেরা ট্রেনের ফুটবোর্ডে ভ্রমণ করতে না পারে।
সম্প্রতি একটি ভাইরাল ভিডি ইন্টারনেটের নজর কেড়েছে। ফুটবোর্ডে দাঁড়ানো যাত্রীদের সতর্ক করছে একটি পথকুকুর। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভিডিওতে একটি পথকুকুরকে চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়াতে দেখা যায়, সেই সঙ্গে যে সকল যাত্রী বিপজ্জনকভাবে ফুটবোর্ডে ঝুলে ট্রেনে যাতায়াত করছেন তাদের সতর্ক করার কাজ করে চলেছে কুকুরটি। ভিডিওটি, IRAS অফিসার অনন্ত রূপানাগুড়ির X-এ শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা আছে, ফুটবোর্ডে দাঁড়ানো এমন একটি অভ্যাস প্রায়ই দুর্ঘটনা ঘটাতে পারে'।
অনন্ত রূপানাগুড়ি ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, "ফুট বোর্ড ভ্রমণের বিরুদ্ধে প্রচারে রেলকে সর্বোত্তম সাহায্য"। কুকুরের অস্বাভাবিক আচরণ নেটপাড়ায় কৌতূহল সৃষ্টি করেছে। যদিও কুকুরের এই ধরণের কাণ্ড রীতিমত ভাবাচ্ছে নেটিজেনদের। তবে সম্ভাব্য বিপদ সম্পর্কে ভ্রমণকারীদের সতর্ক করার একটি সহজাত প্রয়াস কুকুরটির এই পদক্ষেপ।
125k এর বেশি ভিউ সহ, ক্লিপটি ভাইরাল হয়েছে। কুকুরের এই আচরণের কারণ জানতে মানুষের মধ্যে প্রবল কৌতূহল। ট্রেনের পাশে ছুটতে গিয়ে নিজেদের ক্ষতিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।