New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-262.jpg)
ব্যবহারকারীরা এই ভাইরাল ক্লিপটি নিয়ে বেশ আগ্রহ নিয়ে দেখেছেন।
সিংহের গলা শুকিয়ে যেতেই, সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে বোতল দেখে দৌড়ে গেল সিংহটি তারপর এভাবে তৃষ্ণার্ত সিংহে নিজের হাতেই সেই বোতলে করে খাওয়ালেন জল। যুবকের সাহিকতায় বুক কেঁপে উঠবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছে আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা।
প্রতিদিনই ইন্টারনেটে ওয়াইল্ড লাইফের অনেক ভিডিও ভাইরাল হয় যা মানুষজনকে অবাক করে। সোশ্যাল মিডিয়া চিতা, সিংহ বা হাতির মতো প্রাণীদের ভিডিও মানুষজনকে আকৃষ্ট করে। এমনই আরেকটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে বোতল থেকে সিংহকে জল খাওয়াচ্ছেন। যেখানে জঙ্গলের রাজার কাছে দাঁড়াতেও ভয় পায় মানুষজন। সেখানে সিংহকে নিজের হাতে জল খাওয়াচ্ছেন ওই ব্যক্তি। তাঁর সাহস দেখে বুক কেঁপে উঠেছে সকলের। ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে খোদ আইএফএসও অবাক।
আইএফএস সুশান্ত নন্দা মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এই ক্লিপটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন- এই পৃথিবীতে কোন কিছুতে যদি জাদু থাকে, তবে তা জলে রয়েছে। ২৯ জুন পোস্ট করা ৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা প্রবল গরমে ফাঁকা জমিতে কিছু দূর থেকে একটি সিংহ ছুটে আসছে। তারপরও সিংহকে ভয় না পেয়ে সামনে দাঁড়ানো ব্যক্তি তার হাতে ধরা বোতল থেকে তাকে জল খাওয়াতে থাকেন। মনে হচ্ছে সিংহটি খুব তৃষ্ণার্ত ছিল।
“If there is magic on this planet, it is contained in water.” pic.twitter.com/ORw4lZDr7L
— Susanta Nanda (@susantananda3) June 29, 2023
ব্যবহারকারীরা এই ভাইরাল ক্লিপটি নিয়ে বেশ আগ্রহ নিয়ে দেখেছেন। ক্লিপটি ২৪ হাজারের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে লাইক করেছেন প্রায় ১ হাজার মানুষ।