New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-108.jpg)
ভিডিওটির ক্যাপশনে লেখা, 'প্রবল ইচ্ছাশক্তির কাছে কোন কিছুই অসম্ভব নয়'।
নেই পা, খাড়া পাহাড়ে ওঠার কসরৎ, ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে, এক ব্যক্তিকে কৃত্রিম পায়ের সাহায্যে খাড়া পাহাড়ে আরোহণের চেষ্টা করতে দেখা যায়। নেটিজেনরা ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ।
সাহসিকতায় বড় বড় বাঁধাকে অনায়াসেই অতিক্রম করা যায়। দুই পায়ের জায়গায় লাগানো কৃত্রিম পায়ের সাহায্যেই পর্বত আরোহণের চেষ্টা। প্রতিবন্ধী ওই ব্যক্তিকে খাড়া পাহাড়ে উঠতে দেখে চোখের পলক ফেলতে পারেননি নেটিজেনরা। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে, এক যুবককে কৃত্রিম ফিক্সচারের সাহায্যে খাড়া পাহাড়ে আরোহন করতে দেখা যাচ্ছে। নেটিজেনরা তার সাহসিকতার প্রশংসা পঞ্চমুখ।
Nothing can stop you from chasing your dreams... pic.twitter.com/sUp4EkoW7Q
— Dipanshu Kabra (@ipskabra) January 3, 2023
টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'প্রবল ইচ্ছাশক্তির কাছে কোন কিছুই অসম্ভব নয়'। এটি আপনার উপর নির্ভর করে, আপনি আপনার জীবন এবং পরিস্থিতি সম্পর্কে কী ভাবেন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি কী করবেন'। ভিডিওতে, কৃত্রিম পা নিয়ে একটি খাড়া পাহাড়ে ওঠার চেষ্টা করতে দেখা গেছে।
এই ভিডিওটি ৭৯ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং ৩২ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। ভিডিওতে দেখা ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছেন অনেকেই। একজন লিখেছেন, আমরা সাধারণ পরিস্থিতিতেও এমন কাজের কথা ভাবতেও পারি না। অপর এক ব্যবহারকারী লিখেছেন, যেখানে মনে কোন ভয় নেই, সেখানে জয় নিশ্চিত'।