New Update
Ira Singhal IAS Success Story: প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে সাফল্যের চূড়ায়, IAS হয়ে দৃষ্টান্ত ইরার
সকলের কাছে ইরা সিংগালের সাফল্যের কাহিনী আজও অলৌকিক বলে মনে হয়। শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও, ইরা দেশের প্রথম পরীক্ষার্থী যিনি UPSC-এর সাধারণ বিভাগে প্রথম হয়ে নজির গড়েন। ইরা সিংগাল আজ একজন নিবেদিতপ্রাণ এবং কঠোর পরিশ্রমী অফিসার হিসেবে পরিচিত।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন
Advertisment