Advertisment

অ্যাপ খুলতেই প্রকাশ্যে 'অশ্লীল' ছবি, দোষ কার ? উত্তর দিল IRCTC

IRCTC-এর টুইটারে এই অভিযোগ জানায় আনন্দ কুমার। পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IRCTC তে টিকিট কাটতে গিয়ে কেন নোংরা ছবি আসছে? সবার সামনে অ্যাপ বা ওয়েবসাইট খোলা দুষ্কর হয়ে উঠেছে আনন্দ কুমারের। এহেন ঘটনায় বেজায় চটেও গিয়েছেন তিনি। আনন্দবাবু ঠিক করেন IRCTC কে জানাতে হবে এবং তাদের সাবধান করে দিতে হবে ভবিষ্যতে যেন এরকম অশ্লীল ছবি না আসে।

Advertisment

IRCTC-এর টুইটারে অভিযোগ জানায় আনন্দ কুমার। পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন।

তারপরই পাল্টা রিপ্লাই দেয় IRCTC। যাতে রীতিমতো ট্রোলের মুখে আনন্দ কুমার। IRCTC- আনন্দের অভিযোগের জবাবে টুইট করে জানিয়েছেন, 'ইউজার যে সব জিনিস সার্চ করে সেই বিষয়ের ওপর কনটেন্ট আসতে থাকে ব্রাউজিংয়ের সময়। আপনার ব্রাউজিং- এর চারিত্রিক বৈশিষ্টের ওপর নির্ভর করে এই অশ্লীল ছবি এসেছে। এতে IRCTC এর কোনো হাত নেই'।

IRCTC এর জবাবে রীতিমতো ট্রোলের মুখে পড়েছেন আনন্দ। গুগল ব্রাউজিংয়ের ডেটা পরিস্কার করার জন্য আনন্দ কুমারকে পরামর্শ দিয়েছে IRCTC।

Read the full story in English 

IRCTC
Advertisment