New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_167621.jpg)
বিমান নাকি বনগাঁ লোকাল বোঝাই দায়, ঢোল করতাল বাজিয়ে মাঝআকাশে ভজন
ইন্ডিগোর বিমানে 'রঘুপতি রাঘব রাজা রাম' ভজন গাওয়া যাত্রীদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিমান নাকি বনগাঁ লোকাল বোঝাই দায়, ঢোল করতাল বাজিয়ে মাঝআকাশে ভজন
ঢোল করতাল বাজিয়ে বিমানে ভজন। হ্যাঁ এমনই কাণ্ড এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। 'ইন-ফ্লাইট ভজন' নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ইন্ডিগো'কে।
ট্রেনে বা বাসে যারা রোজ যাতায়াত করেন তারা এই ধরণের ঘটনার সাক্ষী থাকেন হামেশাই। ট্রেনে বাসে গান বাজনা করে ভিক্ষাবৃত্তি খুবই সাধারণ এক ঘটনা। তা বলেই বিমানে ভজন!
ইন্ডিগোর বিমানে 'রঘুপতি রাঘব রাজা রাম' ভজন গাওয়া যাত্রীদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংক্ষিপ্ত ক্লিপটি ৬ ফেব্রুয়ারি একজন এক্স ব্যবহারকারী শেয়ার করেন। যার পরে এটি প্রায় ২ লক্ষ ভিউ অর্জন করেছে।
উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দুই সপ্তাহ পর ভিডিওটি সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীকে ঢোল বাজাতে দেখা গেছে এবং অন্যরা ভজন গাইছেন। কিছু যাত্রীকে ইন্ডিগো মুহুর্তটি রেকর্ড করতে দেখা যায়।
Blessing your timeline with "Mid Air" bhajans on Indigo ✈️ pic.twitter.com/UlK78soiGI
— Champak Bhoomia (@CBhoomia) February 6, 2024
বেশিরভাগ ইউজার "হিন্দু ধর্মকে অবমাননা করা এবং তামাশা করার" জন্য বিমানের যাত্রীদের এই আচরণের তিরস্কার করেছেন। একজন ইউজার লিখেছেন আমি বিস্মিত যে এয়ারলাইন্স এই ঘটনায় কোন অভিযোগ দায়ের করেনি। অন্য একজন ইউজার লিখেছেন, "এটা বিমান নাকি লোকাল ট্রেন"!