New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_12e36c.jpg)
ভিডিওটি দেখার পর আপনিও ভাবতে বাধ্য হবেন বর বিয়ে করতে যাচ্ছেন নাকি দোকানের পসরা সাজিয়ে বেরিয়েছেন।
ভিডিওটি দেখার পর আপনিও ভাবতে বাধ্য হবেন বর বিয়ে করতে যাচ্ছেন নাকি দোকানের পসরা সাজিয়ে বেরিয়েছেন।
ভিডিওটি দেখার পর আপনিও ভাবতে বাধ্য হবেন বর বিয়ে করতে যাচ্ছেন নাকি দোকানের পসরা সাজিয়ে বেরিয়েছেন।
সৃজনশীল চিন্তার নানান নিদর্শন সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। কখনও খাবারের অদ্ভুত নাম তো কখনও সাইকেলের টায়ারকে ব্যবহার করে ডাইনিং টেবিলে রুপান্তর এমন একাধিক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তা হল বিয়ের দিল বরের গাড়ির একটি ভিডিও। দেখার পর আপনিও ভাবতে বাধ্য হবেন বর বিয়ে করতে যাচ্ছেন নাকি দোকানের পসরা সাজিয়ে বেরিয়েছেন।
বিয়ে নিয়ে হামেশাই নানান ভিডিও সামনে আসে। প্রি-ওয়েডিং শ্যুট থেকে বিয়ের দিনের বিভিন্ন ভাইরাল ভিডিও মানুষকে হাসাতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে, দেখা যাচ্ছে বিয়ে করতে যাচ্ছেন বর। গাড়িটি সাজানো হয়েছে চিপসের হরেক প্যাকেট দিয়ে।
Dulha chakhna sath laya hai pic.twitter.com/9lAq7HCsal
— desi mojito 🇮🇳 (@desimojito) February 15, 2024
এই ভিডিওটি @desimojito নামে একটি পেজ থেকে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৫১ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- এই পৃথিবীতে কত উদাহরণ আছে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন – আপনি যখন একজন মুদি দোকানের মালিককে বিয়ে করবেন তখন এমনটাই হবে আপনার সঙ্গে।