হামাসের হামলার পর ভাইরাল হচ্ছে এই ইজরায়েলি দম্পতির ছবি, জেনে নিন কী কারণে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে এই দম্পতি? হামাসের হামলায় ইজরায়েলে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু সঙ্গীত উৎসবেই ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Advertisment
দক্ষিণ ইজরায়েলে 'ট্রাইব অফ নোভা' মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালিয়েছে হামাস। এই হামলায় ২৬০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। যারা হামলায় বেঁচে গেছেন তারা তাদের নিজের ভাষায় সেই ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। অমিত বার এবং তার সঙ্গী নীরও এই হামলা থেকে বেঁচে যাওয়াদের তালিকায় রয়েছেন। তাদের দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে দুজনকে চুম্বন করতে দেখা যাচ্ছে। হামলার পর ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছেন এই দম্পতি।
অমিত ও নীর বলেন, যদিও তারা দুজনই জীবিত পালিয়েছেন। কিন্তু এমনটা হবে তা তারা কল্পনা করতে পারেন নি। জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে ভেবেই একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান। অবশেষে এই ভয়াবহ হামলা থেকে বেঁচে যাওয়ার পর এখন তাদের ছবি ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। তারা ভেবেছিল এটাই হবে তাদের শেষ চুম্বন। তারা দুজনেই ঝোপের মধ্যে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে পারলেও নিখোঁজ হয়েছেন তাদের এক ঘনিষ্ঠ বন্ধু। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
অমিত ইনস্টাগ্রামে নীরকে একটি খোলা চিঠি লিখেছিলেন, যেখানে তিনি সেই ভাইরাল ছবিও পোস্ট করেছিলেন। অমিত লিখেছেন, 'জীবকে ছাড়া আমরা যে কষ্টের মধ্যে দিয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। অমিত বলে যে আক্রমণটি রকেট হামলা দিয়ে শুরু হয়েছিল, আমরা নিজেরা প্রাণ বাঁচাতে মরিয়া লড়াই করেছি। চারিদিকে গুলির শব্দ। মৃত্যু-আতর্নাদ! জঙ্গিরা মোটরসাইকেলে বসে দফায় দফায় চক্কর দিচ্ছিল ওই এলাকায়। অন্যদের আমরা কোনোরকমে প্রাণ বাঁচিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি।
এই ভয়ানক মুহুর্তে, নীর বলেছিলেন যে আমাদের একটি সেলফি তোলা উচিত, যাতে এই ভয়ঙ্কর মুহূর্তটি ক্যাপচার করা যায়। তারা নিশ্চিত ছিল না যে তারা বেঁচে থাকবেন কিনা। অমিত জানান যে তিনি প্রথমে একটু ইতস্তত করলেও পরে রাজি হন। সে ভেবেছিল এটাই হয়তো তার শেষ স্মৃতি। এরপর দুজনেই চুমু খেয়ে তার ছবি ক্লিক করে তাদের কাছে রেখে দেন।