Advertisment

প্রিয়জনের আলিঙ্গন নেই, গাছকে জড়িয়ে ধরুন, ভাবনাতেই বিশ্বজয় ইজরায়েলের

মে মাসে ইজরায়েলের সংক্রমণ বেশ আয়ত্তে চলে এসেছিল। তবে সম্প্রতি ফের এই সংক্রমণ মাথাচাড়া দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। সংস্পর্শে আসা, নৈব নৈব চ! প্রিয় জনের থেকেও দূরে থাকতে হবে। করোনা কালে মানুষ একাকিত্বে ভুগছে। সেই একাকিত্ব মেটাতেই এবার নতুন দাওয়াই ইজরায়েলের নেচার এন্ড পার্ক অথরিটি-র। কী সেই দাওয়াই? ইজরায়েলের প্রকৃতি সংস্থার তরফে বলা হচ্ছে, প্রিয় জনকে জড়িয়ে থাকার কষ্ট লাঘব করার জন্য গাছকে আলিঙ্গন করুন।

Advertisment

এপ্লিনা ন্যাশনাল পার্কে প্রকৃতি উদ্যান কর্তৃপক্ষের মার্কেটিং ডিরেক্টর ওরিট স্টেইনফিল্ড জানালেন, "এই অস্বাভাবিক পরিস্থিতির সময় গোটা বিশ্বের সবাইকে বলা হচ্ছে প্রকৃতির কাছে যান, লম্বা শ্বাস নিন, একটা গাছকে জড়িয়ে ধরুন। নিজের ভালোবাসা জানান, ভালোবাসা পেয়ে যান।"

publive-image

ইজরায়েল বাসী সেই বার্তা পেয়েই ছুটছেন সেই প্রকৃতি উদ্যানে। তেল অভিভ থেকে যা ১৫ কিমি দূরে। এমনই একজন বারবারা গ্র্যান্ট,যিনি স্বাস্থ্যকর্মী হওয়ার জন্য নিজের নাতি-নাতনিদের দূরে থাকেন। তিনি জানালেন, "সংস্পর্শের প্রাথমিক চাহিদা হল আলিঙ্গন।"

publive-image

সেই পার্কেই এসেছিলেন মশে হাজান। যিনি জানালেন, নিজের প্রেমিকা প্যাট আর্থারের থেকেও আলিঙ্গনের পরিধি বিস্তৃত করতে চান। হাজান বললেন, "এই সময়ে আমরা খুব বেশি ব্যক্তি- আমাদের বাচ্চা, নাতি-নাতনীদের আলিঙ্গন করতে পারছি না। তাই গাছকে জড়িয়ে ধরা বেশ ভালো এক বিষয়।"

publive-image

মে মাসে ইজরায়েলের সংক্রমণ বেশ আয়ত্তে চলে এসেছিল। তবে সম্প্রতি ফের এই সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। ইজরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরে বেরোলে মাস্ক আবশ্যিক। পাশাপশি পরিবারের বয়োজ্যেষ্ঠদের জড়িয়ে ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ইজরায়েলের প্রকৃতি দফতরের বহু আগেই আইসল্যান্ড এর বনদফতর এরকমই ক্যাম্পেনিং চালু করেছে আগে।

corona virus COVID-19
Advertisment