Advertisment

ইসরোর বিজ্ঞানীদের উল্লাস, নাচ-গানে মাতোয়ারা...! সত্যিটা জানেন কি?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইসরোর বিজ্ঞানীদের উল্লাসের ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
isro, scientist, chandrayaan 3, internet, moon mission, chandrayaan 3 mission, viral video, humans of bombay, instagram

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইসরোর বিজ্ঞানীদের উল্লাসের ভিডিও।

উচ্ছ্বাস…আনন্দে মাতোয়ারা চারিদিক! তার মাঝেই ডিস্কোতে নাচ ISRO-র বিজ্ঞানীদের। মুহূর্তে ছড়িয়ে পড়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়। দাবানলের মত ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ISRO প্রধান এস সোমনাথ এবং তাঁর সহকর্মীরা ডিস্কোতে নাচ-গানে মেতে উঠেছেন। এতবড় সাফল্যের পর উচ্ছ্বাসই তো স্বাভাবিক। এমনটাই মত নেটপাড়ার একাংশের। কিন্তু সত্যতা যাচাই করে জানা গিয়েছে ভিডিওটি বুধবারের নয়, তার অনেক আগের।

Advertisment

বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে,পা রেখে ইতিহাস গড়েছে ভারত। ঠিক সেই দিন রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইসরোর বিজ্ঞানীদের উল্লাসের ভিডিও।

সংবাদ সংস্থা পিটিআই ভিডিও'র সত্যতা যাচাই করেছে। জানা গিয়েছে ভিডিওটি সেদিন সন্ধ্যার নয়। এমনকী যেদিন চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করা হয় সেদিনেরও ভিডিও নয় এটি। পিটিআই সূত্রে জানা গিয়েছে গত জুলাইয়ে জি-২০ সম্মেলন চলাকালীন আয়োজন করা হয় এই বিশেষ পার্টির।

ISRO Viral Video
Advertisment