Advertisment

দাঁতের গোড়ায় চুল! অবাক ডাক্তারমহল

অতীতে কেবল পাঁচটি ক্ষেত্রে জানা গিয়েছে মানুষের মুখের ভিতর বিভিন্ন স্থানে চুল থাকতে পারে, তবে তা খুবই বিরল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২৫ বছরের এক মহিলার মুখের ভিতর দাঁতের গোড়ায় হঠাৎই গজিয়ে উঠছে চুল। এটা তাঁর প্রথমবার নয়, সে জানিয়েছে গত ছয় বছর ধরে এই সমস্যায় জর্জরিত। যা অপারেশন করে বের করতে হয়।

Advertisment

এই রোগী জিঙ্গিভাল হিরসুটিজম নামে অপরিচিত একটি বিরল রোগে ভুগছেন। ওরাল সার্জারি, ওরাল মেডিসিন, ওরাল প্যাথলজি, ওরাল রেডিওলজির তরফে জানান হয়েছে অতীতে কেবল পাঁচটি ক্ষেত্রে জানা গিয়েছে মানুষের মুখের ভিতর বিভিন্ন স্থানে চুল থাকতে পারে, তবে তা খুবই বিরল।

publive-image

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) রয়েছে ওই মহিলার। তাই হরমোনের সমস্যা রয়েছে শরীরে। তাই অস্বাভাবিক চুলের বাড়বাড়ন্ত দেখা যায়।

Advertisment