New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-31.jpg)
উপহারে আপ্লূত ইসরো প্রধান
উপহারে আপ্লূত ইসরো প্রধান
উপহারে আপ্লূত ইসরো প্রধান
মুন মিশনে সফল। গতকালই সুর্য্যিমামার দেশে পাড়ি দিয়েছে আদিত্য এল-১-মিশন। দেশজুড়ে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানানর পালা চলছে। এর মাঝেই চন্দ্রযান-৩ এর সাফল্যের পুরষ্কার হিসাবে ইসরো প্রধানকে বিশেষ উপহার একরত্তির। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ISRO প্রধান এস সোমনাথকে বিশেষ উপহার দিল একরত্তি। নিজের হাতে তৈরি করা বিক্রম ল্যান্ডারের মডেল ইসরো প্রধানের হাতে তুলে দিলেন এক শিশু।খুদের কাছ থেকে এমন উপহার পেয়ে আপ্লূত খোদ ইসরো প্রধানও।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) প্রধান এস সোমনাথ সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণ করে ইতিহাস গড়ে। গতকালই ইসরোর প্রথম মুন মিশন আদিত্য এল-১ মহাকাশে পাড়ি দেয়। এমন কৃতিত্বে বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে মিষ্টি উপহার একরত্তি শিশুর। ছোট ছেলেটি বিক্রম ল্যান্ডারের একটি মডেল তৈরি করে প্রতিবেশীদের তরফে ইসরো প্রধানের হাতে তা তুলে দেওয়া হয়।
ISRO Chief Sri Somanath today had a surprise visitor,A young neighbour boy has handed over own made Vikram Lander model to the ISRO chief on behalf of all the neighbours. pic.twitter.com/BcyHYO0pDW
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) September 2, 2023
চন্দ্রযান ৩-এর সাফল্য সারা দেশে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে এস সোমনাথকে অভিনন্দন জানিয়েছেন এবং মহাকাশ গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ISRO-কে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।