পিছন থেকে জাগুয়ারের অতর্কিত হানা, এক কামড়েই কুপোকাত দৈত্যকার কুমির, দেখুন ভিডিও

একজন ব্যবহারকারী লিখেছেন 'ভিডিওটি অনবদ্য'।

একজন ব্যবহারকারী লিখেছেন 'ভিডিওটি অনবদ্য'।

author-image
IE Bangla Web Desk
New Update
Latest wildlife Viral Video, News Nation Viral Video, wildlife Viral Video, jaguar Trending Viral Video, Viral News in Hindi, Viral Video Clip

পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল জাগুয়ার, এক কামড়েই কুপোকাত দৈত্যকার কুমির। হাড়হিম করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন ভিডিও দেখে রাতের ঘুম উড়েছে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড লাইফ ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়। আর এই ধরণের ভিডিওগুলি মানুষকে আকৃষ্ট করে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ঘাম ঝড়েছে নেটিজেনদের।

Advertisment

ভিডিওটিতে একটি বিশাল কুমিরকে একটি নদীর চড়ে শুয়ে বিশ্রাম নিতে দেখা যায়। এদিকে একটি জাগুয়ারকে জলে ভেসে ধীরে ধীরে কুমিরের পিছন থেকে আসতে দেখা যায়। তীরের কাছে আসার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এবং সাবধানে জাগুয়ারটি কুমিরের দিকে এগিয়ে যায়। এদিকে, সতর্ক কুমির আসন্ন বিপদ টের পায় এবং জলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু জাগুয়ারটি এক লাফে কুমিরকে ঘায়েল করে এবং তার ধারালো চোয়াল দিয়ে কুমিরের ঘাড় চেপে ধরে।

Advertisment

এই আশ্চর্যজনক ফুটেজটি টুইটারে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীরা এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। কারণ জাগুয়ারটি কুমিরকে যাভাবে শিকার করেছে তা সাধারণ ভাবে দেখা যায় না। একজন ব্যবহারকারী লিখেছেন ‘এটি অনবদ্য। এমন একটি ভিডিও শুট করতে ফটোগ্রাফার নিশ্চয়ই অনেক সময় ব্যয় করেছেন’।

Viral Video