New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_04ea17.jpg)
গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় কার্যত এই ভিডিও ঝড় তুলেছে।
গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় কার্যত এই ভিডিও ঝড় তুলেছে।
গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় কার্যত এই ভিডিও ঝড় তুলেছে।
ক্লাসরুমে উপস্থিতি জানাতে শিশুদের বলতে হচ্ছে 'জয় শ্রী রাম'। রাম মন্দির উদ্বোধনের আগে ভিডিওকে নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।
শৈশবে স্কুলে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে সকলকেই বলতে হত ইয়েস স্যার বা প্রেসেন্ট স্যার। তবে রাম মন্দির উদ্বোধনের আগে শোরগোল ফেলেছে একটি ভিডিও।
গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় কার্যত এই ভিডিও ঝড় তুলেছে। ভিডিওতে স্কুলের বাচ্চাদের 'ইয়েস স্যার'-এর বদলে 'জয় শ্রী রাম' বলতে দেখা যাচ্ছে। বর্তমানে এই ভিডিওটি নিয়ে আলোচনা হচ্ছে এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
টুইটারে শেয়ার করা হচ্ছে এই ভিডিও। এই ভিডিওতে একটি স্কুলের ক্লাসরুমে ২৫-৩০ জন পড়ুয়াকে ক্লাসে বসে থাকতে দেখা যায়। পিছন থেকে শিক্ষকের রোল কলের আওয়াজ ভেসে আসে। প্রতিদিনের মতো পড়ুয়ারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে ইয়েস স্যার বা প্রেসেন্ট স্যারের মতো কিছু না বলে তারা 'জয় শ্রী রাম' বলছে। নেটিজেনদের কেউ কেউ এই ধরনের প্রশংসা করছেন আবার কেউ কেউ ক্লাস রুমে এমন ঘটনায় আপত্তি জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় কখন বা কোথায় এই ভিডিও ভাইরাল হচ্ছে সে সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই। তবে ভাইরাল হওয়া ভিডিওটির আলোচনা অনুযায়ী জানা গিয়েছে ভিডিওটি গুজরাটের একটি স্কুলের।
Ahead of Ram Mandir's inauguration in Ayodhya, a school in north Gujarat's Banaskantha permanently changes Roll-call to 'Jay Shri Ram' from 'Yes Sir'.
Atleast the @BJP4India, @RSSorg & PM @narendramodi should keep these schools out of their petty Dharm ki Raajneeti.#RamMandir pic.twitter.com/i59J7XoWsx— Himesh Paresh Joshi (@HimeshPJoshi) January 10, 2024