মেয়েটা আমার বড্ড প্রিয়...! শ্বশুরবাড়িতে চরম অত্যাচার, ব্যাণ্ডপার্টি সঙ্গে মেয়েকে ঘরে ফেরালেন বাবা

মেয়েদের অবহেলা নয় বার্তা দিয়ে বাবার নজরকাড়া উদ্যোগ।

মেয়েদের অবহেলা নয় বার্তা দিয়ে বাবার নজরকাড়া উদ্যোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand,Jharkhand Baraat,Jharkhand viral video,Ranchi viral video,Ranchi,Prem Gupta,Sakshi Gupta,Ranchi Baraat video,Ranchi baraat viral,Jharkhand wedding viral,viral wedding video,Ranchi wedding,#Jharkhand"

শ্বশুরবাড়িতে চরম অত্যাচার..., ব্যাণ্ডপার্টি, আতশবাজি ফাটিয়ে মেয়েকে ফিরিয়ে আনলেন বাবা

বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক মেয়েকেই অত্যাচার সহ্য করতে হয়। অনেকে মুখ বুজে সবটাই মেনে নেন। কেউ আবার অত্যাচার সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। পরিবার লোকলজ্জার ভয়ে মেয়েদের অনেক সময়ই মুখ বুজে নানান দমবন্ধ পরিস্থিতিকে মানিয়ে নিতে হয়। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক কাহিনী যা রীতিমত চমকে দেওয়ার মত। মেয়েরা সমাজের সব থেকে বড় সম্পদ। এই বার্তা দিতে শ্বশুর বাড়ির অত্যাচার থেকে মেয়ে বাড়ি ফিরিয়ে আনতে ব্যাণ্ডপার্টি, আতশবাজি নিয়ে সটান হাজির বাবা। সাধারণত এই ধরণের কোন ঘটনা এর আগে কেউ শুনেছেন বলে মনেই করতে পারছেন না। মেয়ে যাতে একাকীত্বে না ভোগে তার জন্য বাবার এই প্রাণপাতকে স্যালুট জানিয়েছেন নেটপাড়ার সকলেই।

Advertisment

শ্বশুর বাড়িতে বিয়ের পর থেকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন হতে হচ্ছিল তাকে। সেকথা বাবাকে বারে বারে জানিয়েছিলেন মেয়ে। প্রথম দিকে কিছুটা মানিয়ে নেওয়ার কথা বললেও অত্যাচারের মাত্রা লাগামছাড়া হতেই মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন বাবা প্রেম গুপ্ত। মেয়ে যাতে একাকীত্বে না ভোগেন তার জন্য ব্যাণ্ড পার্টি, আতশবাজি নিয়ে সটান হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে। সম্পূর্ণ আড়ম্বর সহকারে বাড়িতে ফিরিয়ে আনতে চেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এমনটাই জানিয়েছেন বাবা প্রেম। 

তিনি এবিষয়ে একটি ফেসবুক পোস্টও করেন। তাতে তিনি লিখেছেন, “আমরা আমাদের মেয়েদের ধুমধাম করে বিয়ে দিই, কিন্তু যদি স্বামী, এবং পরিবার তার ওপর অত্যাচার করে। আমাদের মেয়েদের সম্মানের সঙ্গে আমাদের বাড়িতে ফিরিয়ে আনা উচিত। কারণ মেয়েরা বাবাদের কাছে খুব মূল্যবান,"।  মেয়ে সাক্ষী বলেছেন ‘অত্যাচারে জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। বাবার এমন সাপোর্ট আমাকে নতুন করে বাঁচার উৎসাহ জুগিয়েছে’।

viral