scorecardresearch

‘ছোট পাঠানের’ দাপুটে নাচ, প্রতিভায় চমকে উঠলো নেটপাড়া!   

শিশুমনেও পাঠানের দাপট অব্যাহত।

pathaan, pathaan song jhhoome jo pathaan, Shah Rukh Khan on Pathaan Song Video, cricketer irfan pathan son dance video viral on social media, Shah rukh khan reacted on irfan pathan son dance on jhoome jo pathaan , shah rukh ne kaha ye tumse zyaada talented nikla chhota pathaan, Pathaan OTT Release , Shah Rukh Khan , deepika padukone, john Abraham, pathaan song, pathaan on digital, pathaan movie, pathan on prime video, pathaan news, jhoome jo pathaan, box office collection, shahrukh khan pathaan song,pathaan ott, pathan song besharam rang, pathan review, Shah rukh khan deepika padukone starrer pathaan streaming on ott prime video from 22 march 2023
শিশুমনেও পাঠানের দাপট অব্যাহত।

শাহরুখ খানের ছবি ‘পাঠান’-এর সাফল্য এবং সেই সঙ্গে এই ছবির গান শুধু যে প্রাপ্তবয়স্কদের মধ্যেই তোলপাড় ফেলেছে এমনটা নয়। শিশুমনেও পাঠানের দাপট অব্যাহত। পাঠান ছবির ‘ঝুমে জো পাঠান’ গানে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একধিক ইন্সটা রিল। তবে সব কিছুকেই হার মানিয়ে দিয়ে সাংঘাতিক ভাইরাল ‘ছোটে পাঠানের’ দাপুটে নাচ। যা দেখে একেবারে তাজ্জব নেটপাড়া। ক্রিকেটার ইরফান খানের ছোট্ট রাজপুত্রের ভিডিও দেখে খুশি শাহরুখ।

আসলে, যখন ক্রিকেটার ইরফান পাঠান তার ছোট ছেলেকে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে দেখেন, তখন তিনি একটি ভিডিও তৈরি করেন এবং এটি তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন। এই ভিডিওটি পোস্ট করে তিনি শাহরুখ খানকে ট্যাগ করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘খান সাহেব, আপনার ফ্যানের তালিকায় আরও ভক্তের নাম যোগ করুন। এই ভিডিওটি দেখার পর, শাহরুখ খুশি হয়ে আবার শেয়ার করে উত্তর দেন, ‘ইয়ে তুমসে জায়াদা ট্যালেন্টেড নিকলা..ছোটা পাঠান’।

ইরফান পাঠানের ছেলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এ নিয়ে ভক্তরাও বেশ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমার বাড়িরও এই অবস্থা, আমার মেয়ে যখনই এই গান শোনে, তখনই সে এত খুশি হয়ে যায় যে তার মুখের ভাব বদলে যায়’। শাহরুখ খান অভিনীত মেগা ব্লকবাস্টার স্পাই-থ্রিলার ফিল্ম ‘পাঠান’ ২৫জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বক্স অফিসে ১০০০কোটির মাইলফলক ছুঁয়ে ২২ মার্চ থেকে হিন্দি, তামিল এবং তেলেগুতে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Jhoome jo pathaan dance by irfan pathan son